বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় কাবাডি খেলোয়ারের উপর আক্রমণ। বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা দিলে জাতীয় কাবাডি খেলোয়ারের উপর আক্রমণ।এলোপাথাড়ি ছুরি নিয়ে আক্রমণ করে নিখিল মন্ডল নামে এক ব্যাক্তি। আহত জাতীয় কবাডি দলের প্রাক্তন ক্যাপ্টেন রাম ঘোষ সহ চার জন।ঘটনায় চাঞ্চল্য চন্দননগর কলুপুকুর এলাকায়।
জ্যোতি তিওয়ারী নামে এক মহিলার সঙ্গে বিবাহ বহিরভূত সম্পের্কের ছিলো মানকুন্ডু কুমরোবাগান লেনের নিখিলের মন্ডলের।মাঝে মধ্যেই জ্যোতির বাড়িতে আসতো নিখিল।রবিবার সন্ধ্যায় জ্যোতি তিওয়ারীর বাড়ি তে আসে নিখিল।সেই সময় পাড়া প্রতিবেশীরা বাধা দেয়।
প্রতিদিন কেন ওই বাড়ি তে নিখিল আসে জানতে চায় প্রতিবেশীরা।এরপরেই নিখিলের সঙ্গে বচসা সৃষ্টি হয়।নিখিল হঠাৎ ছুরি বের করে এলোপাথারী ভাবে আক্রমণ করে স্থানীয় বাসিন্দাদের উপর।এরপর স্থানীয়রাও নিখিল ও জ্যোতি কে আক্রমণ করে।এতে তারাও আহত হয়।
আর ও পড়ুন তিন দিনে পড়ল সাগর দত্ত মেডিক্যাল কলেজে কাজ হারানো কর্মীদের অবস্থান বিক্ষোভ
এই ঘটনার সময় ওখান দিয়ে যাচ্ছিলেন জাতীয় কবাডি খেলোয়ার রাম সাহা।বচসা দেখে থামাতে গেলে তার উপরেই আক্রমণ করে নিখিল।ঘটনায় আহতদের নাম রাম সাহা,অমর ঘোষ ও আশীষ ধারা।রাম ২০১৯ সালে সাফ গেমেস খেলেছে ভারতের হয়ে।তা ছাড়াও তিনি প্রো কবাডি লীগে পাটনা ও দিল্লীর হয়ে খেলেছে।তাদের চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।নিখিল ও জ্যোতি কে পুলিশ উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে যায়।
বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় কাবাডি খেলোয়ারের উপর আক্রমণ। বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা দিলে জাতীয় কাবাডি খেলোয়ারের উপর আক্রমণ।এলোপাথাড়ি ছুরি নিয়ে আক্রমণ করে নিখিল মন্ডল নামে এক ব্যাক্তি। আহত জাতীয় কবাডি দলের প্রাক্তন ক্যাপ্টেন রাম ঘোষ সহ চার জন।ঘটনায় চাঞ্চল্য চন্দননগর কলুপুকুর এলাকায়।
জ্যোতি তিওয়ারী নামে এক মহিলার সঙ্গে বিবাহ বহিরভূত সম্পের্কের ছিলো মানকুন্ডু কুমরোবাগান লেনের নিখিলের মন্ডলের।মাঝে মধ্যেই জ্যোতির বাড়িতে আসতো নিখিল।রবিবার সন্ধ্যায় জ্যোতি তিওয়ারীর বাড়ি তে আসে নিখিল।সেই সময় পাড়া প্রতিবেশীরা বাধা দেয়।
প্রতিদিন কেন ওই বাড়ি তে নিখিল আসে জানতে চায় প্রতিবেশীরা।এরপরেই নিখিলের সঙ্গে বচসা সৃষ্টি হয়।নিখিল হঠাৎ ছুরি বের করে এলোপাথারী ভাবে আক্রমণ করে স্থানীয় বাসিন্দাদের উপর।এরপর স্থানীয়রাও নিখিল ও জ্যোতি কে আক্রমণ করে।এতে তারাও আহত হয়।