বেডরুমে তীব্র শারীরিক মিলনের কয়েক’টি বাস্তু টিপস

বেডরুমে তীব্র শারীরিক মিলনের কয়েক’টি বাস্তু টিপস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বেডরুমে তীব্র শারীরিক মিলনের কয়েক’টি টিপস । বিবাহিত জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল শারীরিক মিলন। সফল যৌনসম্পর্কই সফল দাম্পত্য জীবনের অন্যতম চাবিকাঠি। ঠিকঠাক শারীরিক মিলনের অভাবে সম্পর্কে দেখা দিতে পারে জটিলতা হতে পেরে বিবাহ বিচ্ছেদও। তবে ঠিকঠাক যৌনসম্পর্ক শুধু স্বামী-স্ত্রী বা সংশ্লিষ্ট পার্টনারদের নিজস্ব যৌন বিহেভিয়রের উপরই নির্ভর করে না। এখানে বাস্তুরও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বাস্তুনীতি মোতাবেক বেডরুমে কয়টি ছোটখাটো পরিবর্তন আনলেই ঘরে বয়ে যাবে যৌনসুখ ও দেহমিলনের তৃপ্তির জোয়ার। সুখের হবে দাম্পত্য।

জেনে নিন কী কী মেনে চলা প্রয়োজন:

১. আজকাল অনেকেই রট আয়রনের খাট ব্যবহার করতে পছন্দ করেন। দেখতে আকর্ষণীয় হলেও এই খাট যৌনসম্পর্কের উপর খারাপ প্রভাব ফেলে। ব্যাহত হয় যৌনজীবন। কাঠের খাটই ভালো।

আরও পড়ুন – শান্তিপুরের বিভিন্ন জায়গায় আয়োজিত হল প্লাস্টিক বিরোধী অভিযান

২. আর বেডরুমে খাট কখনও ঘরের মাঝখানে রাখবেন না। খাট রাখুন ঘরের একটি ধারে। এতে যৌনসম্পর্কের উপর শুভ প্রভাব পড়ে। দাম্পত্য সম্পর্ক মজবুত হয়।

৩. শোওয়ার ঘরে দেওয়ালে একাকী পুরুষ বা নারীর কোনও ছবি রাখবেন না। রাখবেন না হতাশা জাগায় বা বিষাদময় কোনও ছবিও। এতে পরোক্ষে যৌনজীবনে ব্যঘাত ঘটে।

 

৪. তীব্র শারীরিক মিলনের ক্ষেত্রে বেডরুমের পরিবেশ খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে দেওয়ালের রঙ। যৌনজীবন নিয়ত রঙিন করতে চাইলে ঘরের দেওয়াল রাঙান লাল, কমলা বা গোলাপি রংয়েই। এই রঙগুলি দাম্পত্য সম্পর্কের জন্য শুভ।

৫. বেডরুমে কালো বা গাঢ় রঙের পর্দা টাঙাবেন না। গাঢ় কিংবা কালো রং যৌনসম্পর্কে খারাপ প্রভাব ফেলে। ফলে যৌনজীবন ব্যাহত হয়। এতে সম্পর্কের অবনতিও ঘটে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top