রাতের অন্ধকারে অজানা জন্তুর কামড়ে মহিলাসহ জখম ৭

রাতের অন্ধকারে অজানা জন্তুর কামড়ে মহিলাসহ জখম ৭

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
অন্ধকারে

রাতের অন্ধকারে অজানা জন্তুর কামড়ে মহিলাসহ জখম ৭, হাসপাতালে আন্টি রাবিশের জন্য লম্বা লাইন। উত্তর ২৪ পরগনা জেলার   বসিরহাটে বাদুড়িয়া থানার অন্তগত নয়াবস্তিয়া মিলন গ্রাম পঞ্চায়েতের মেদিয়া গ্রামে ঘটনা। ভয়ানক বাগরোল জাতীয় জন্তুর আক্রমণে আহত এলাকাবাসী।

 

গত তিন দিন ধরে রাত দুটো নাগাদ গ্রামে গরু হাঁস মুরগি ছাগল আহত নিখোঁজ হয়ে যাচ্ছে সকাল হতেই গ্রামবাসীরা দেখতে পায় কাউল বাড়ির উঠোনে মরা ছাগল পড়ে আছে আবার হাঁস-মুরগি নিখোঁজ হয়ে যাচ্ছে কিছুতেই সুগা করতে পারছে না কারণটা কি রাত জাগতে দেখা যায় বাগরোল জাতীয় জন্তু রাতের অন্ধকার হলেই খাবারের সন্ধানে বেরিয়ে পড়ছে লোকালয় আর সেই গ্রামবাসীরা প্রতিরোধ করতে গিয়ে বাগরোল আক্রমণের পড়েছে জখম হয়েছে মহিলাসহ সাত জন ও গৃহপালিত পশু।

 

এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে অনেকটা দেখতে অনেকটা বাগরোল এর মতো ।তবে কেউ কেউ জানিয়েছে যে কুকুর হওয়ার সম্ভাবনাও রয়েছে। আক্রান্ত কয়েকজন তাদের প্রাথমিক স্বাস্থ্য নেয়ার জন্য তারা বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেয়া হয়। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। বনদপ্তর কে খবর দেওয়া হয়েছে। আধার নামতে কিসের কামড়ে আক্রান্ত হচ্ছে গ্রামবাসীরা এখনো অজানা।

 

আর ও পড়ুন    দিনের পর দিন শ্মশানে দাহ হচ্ছে, অথচ নজরদারি নেই প্রশাসনের

 

উল্লেখ্য,  রাতের অন্ধকারে অজানা জন্তুর কামড়ে মহিলাসহ জখম ৭, হাসপাতালে আন্টি রাবিশের জন্য লম্বা লাইন। উত্তর ২৪ পরগনা জেলার   বসিরহাটে বাদুড়িয়া থানার অন্তগত নয়াবস্তিয়া মিলন গ্রাম পঞ্চায়েতের মেদিয়া গ্রামে ঘটনা। ভয়ানক বাগরোল জাতীয় জন্তুর আক্রমণে আহত এলাকাবাসী।

 

গত তিন দিন ধরে রাত দুটো নাগাদ গ্রামে গরু হাঁস মুরগি ছাগল আহত নিখোঁজ হয়ে যাচ্ছে সকাল হতেই গ্রামবাসীরা দেখতে পায় কাউল বাড়ির উঠোনে মরা ছাগল পড়ে আছে আবার হাঁস-মুরগি নিখোঁজ হয়ে যাচ্ছে কিছুতেই সুগা করতে পারছে না কারণটা কি রাত জাগতে দেখা যায় বাগরোল জাতীয় জন্তু রাতের অন্ধকার হলেই খাবারের সন্ধানে বেরিয়ে পড়ছে লোকালয় আর সেই গ্রামবাসীরা প্রতিরোধ করতে গিয়ে বাগরোল আক্রমণের পড়েছে জখম হয়েছে মহিলাসহ সাত জন ও গৃহপালিত পশু।

 

এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে অনেকটা দেখতে অনেকটা বাগরোল এর মতো ।তবে কেউ কেউ জানিয়েছে যে কুকুর হওয়ার সম্ভাবনাও রয়েছে। আক্রান্ত কয়েকজন তাদের প্রাথমিক স্বাস্থ্য নেয়ার জন্য তারা বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেয়া হয়। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। বনদপ্তর কে খবর দেওয়া হয়েছে। আধার নামতে কিসের কামড়ে আক্রান্ত হচ্ছে গ্রামবাসীরা এখনো অজানা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top