আচমকা কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড রামপুরের একাধিক বাড়ি, ব্যাপক ক্ষতি । রাতের বৃষ্টির সঙ্গে আচমকা কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড একাধিক বাড়ি। উড়েছে ঘরের ছাউনি। বড় বড় গাছ উপড়ে ভেঙ্গে পড়েছে ঘর, বাড়ি । বিদ্যুতের খুঁটি উপরে বিদ্যুৎহীন গোটা গ্রাম । শনিবার রাতে, তুফানগঞ্জ 2 নং ব্লকের রামপুর 2 নং গ্রাম পঞ্চায়েতের জালধোঁয়া, বিশ্বাসপাড়া এলাকার ঘটনা। ঘটনাস্থলের উদ্দেশ্যে যাচ্ছেন তুফানগঞ্জ 2 নং বিডিও।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, সকাল থেকে উনুন জ্বলেনি অধিকাংশ বাড়িতেই । প্রশাসনের থেকে সাহায্যের আবেদন তাদের ।
ঝড়ের তাণ্ডবে পুরোপুরি ক্ষতিগ্রস্ত ১০ টি বাড়ি। এছাড়াও প্রায় ৩০ টির উপরে বাড়ি মাঝারি ভাবে ক্ষতিগ্রস্থ হয়। ঝড়ের দাপটে ক্ষতি হয় এলাকায় ভুট্টা ও পাট চাষেও ।
ঝড়ের সময় কেউ খাটের নিচে ঢুকে প্রাণে বাঁচেন ,কেউবা দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচেন । ঝড়ের দাপটে খুঁটি উপড়ে বিদ্যুৎহীন গোটা এলাকা ।
তুফানগঞ্জ 2 নং ব্লক বিডিও প্রসেনজিৎ কুন্ডু জানান, ঘটনার খবর পেয়েই তিনি রামপুর 2 গ্রাম পঞ্চায়েত আধিকারিকদের ত্রাণ সামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে ।।
এছাড়াও নিজেও নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এলাকা পরিদর্শনের জন্য। ঝড়ের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি ! ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত দের তালিকা তৈরি করে তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে পাঠাবেন বলেও জানান তিনি। ঝড়ে প্রায় ৩০ লক্ষ টাকায় ক্ষতি বলে অনুমান গ্রামবাসীদের।
আর ও পড়ুন বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে কুপিয়ে খুন করলো স্বামী
উল্লেখ্য, আচমকা কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড রামপুরের একাধিক বাড়ি, ব্যাপক ক্ষতি । রাতের বৃষ্টির সঙ্গে আচমকা কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড একাধিক বাড়ি। উড়েছে ঘরের ছাউনি। বড় বড় গাছ উপড়ে ভেঙ্গে পড়েছে ঘর, বাড়ি । বিদ্যুতের খুঁটি উপরে বিদ্যুৎহীন গোটা গ্রাম । শনিবার রাতে, তুফানগঞ্জ 2 নং ব্লকের রামপুর 2 নং গ্রাম পঞ্চায়েতের জালধোঁয়া, বিশ্বাসপাড়া এলাকার ঘটনা। ঘটনাস্থলের উদ্দেশ্যে যাচ্ছেন তুফানগঞ্জ 2 নং বিডিও।