নৈহাটি পৌরসভায় কয়েক কোটি টাকার দুর্নীতি, গ্রেফতার পুরসভার তিন কর্মী। নৈহাটি জুড়ে পোস্টার, অস্বস্তিতে শাসক দল। নৈহাটি পৌরসভার দুর্নীতি নিয়ে পোস্টার ছড়িয়েছে সাড়া নৈহাটি জুড়ে।অসস্তিতে শাসক দল।যদিও দুর্নীতির দায় পৌরসভার কর্মচারীদের উপর চাপিয়ে মুখ বাচাতে চাইছে পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়।
নৈহাটি পৌরসভা পরিচালিত দুটি উৎসভব ভবন এবং দুটি পার্কএর কয়েক কোটি টাকা তছরুপ এর অভিযোগ উঠছে ক্ষোভ শাসক দলের পরিচালিত পৌরবোড’ এর বিরুদ্ধে। যদিও এই ঘটনায় নৈহাটি থানার পুলিশ তিন জন কে গ্রেফতার করেছে।
অভিযুক্তরা নকল বিল বানিয়ে গ্রাহকদের পরিষেবার লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করতো।পৌর অডিটে ধরা পড়ায় নৈহাটি পুরসভার আর্থিক দুর্নীতির কেলেংকারী ফাস হতেই চরম অসস্তিতে পরেছে পৌরপ্রধান থেকে শাসক দল।এই নিয়ে সরগরম ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি।
উল্লেখ্য,নৈহাটি পৌরসভায় কয়েক কোটি টাকার দুর্নীতি, গ্রেফতার পুরসভার তিন কর্মী। নৈহাটি জুড়ে পোস্টার, অস্বস্তিতে শাসক দল। নৈহাটি পৌরসভার দুর্নীতি নিয়ে পোস্টার ছড়িয়েছে সাড়া নৈহাটি জুড়ে।অসস্তিতে শাসক দল।যদিও দুরনিতি দায় পৌরসভার কর্মচারীদের উপর চাপিয়ে মুখ বাচাতে চাইছে পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়।
নৈহাটি পৌরসভা পরিচালিত দুটি উৎসভব ভবন এবং দুটি পার্কএর কয়েক কোটি টাকা তছরুপ এর অভিযোগ উঠছে ক্ষোদ শাসক দলের পরিচালিত পৌরবোড’ এর বিরুদ্ধে। যদিও এই ঘটনায় নৈহাটি থানার পুলিশ তিন জন কে গ্রেফতার করেছে।
আর ও পড়ুন যশোর রোডের পাশে শিরিষ গাছের বিপদজনক ডাল কাটা শুরু
অভিযুক্তরা নকল বিল বানিয়ে গ্রাহকদের পরিষেবার লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করতো।পৌর অডিটে ধরা পড়ায় নৈহাটি পুরসভার আর্থিক দুর্নীতির কেলেংকারী ফাস হতেই চরম অসস্তিতে পরেছে পৌরপ্রধান থেকে শাসক দল।এই নিয়ে সরগরম ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি।
নৈহাটি পৌরসভায় কয়েক কোটি টাকার দুর্নীতি, গ্রেফতার পুরসভার তিন কর্মী। নৈহাটি জুড়ে পোস্টার, অস্বস্তিতে শাসক দল। নৈহাটি পৌরসভার দুরনিতি নিয়ে পোস্টার ছড়িয়েছে সাড়া নৈহাটি জুড়ে।অসস্তিতে শাসক দল।যদিও দুর্নীতি্র দায় পৌরসভার কর্মচারীদের উপর চাপিয়ে মুখ বাচাতে চাইছে পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়।
নৈহাটি পৌরসভা পরিচালিত দুটি উৎসভব ভবন এবং দুটি পার্কএর কয়েক কোটি টাকা তছরুপ এর অভিযোগ উঠছে ক্ষোদ শাসক দলের পরিচালিত পৌরবোড’ এর বিরুদ্ধে। যদিও এই ঘটনায় নৈহাটি থানার পুলিশ তিন জন কে গ্রেফতার করেছে।
অভিযুক্তরা নকল বিল বানিয়ে গ্রাহকদের পরিষেবার লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করতো।পৌর অডিটে ধরা পড়ায় নৈহাটি পুরসভার আর্থিক দুর্নীতি কেলেংকারী ফাস হতেই চরম অসস্তিতে পরেছে পৌরপ্রধান থেকে শাসক দল।এই নিয়ে সরগরম ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি।