কুকুরকে মেরে ফেলার অভিযোগে গ্রেফতার এক। নাম সাবিরুল মল্লিক। শাসন থানা এলাকার বাসিন্দা। গ্রেফতার করলো ইকোপার্ক থানার পুলিশ। শুক্রবার বাটাম দিয়ে মারা হয়। গতকাল মারা যায় কুকুরটি। অভিযোগ কারির দোলা রায় এর দাবি, শুক্রবার দুপুরে তারা হঠাৎ করে কুকুরের কান্নার আওয়াজ পায় এরপরই তারা নিচে নামে দেখে কুকুরটি পড়ে আছে।
ওই বিল্ডিংয়ে জল দিতে আসা যুবক দেখে একটি বাটাম দিয়ে মারে।এর পর পাশের এক যুবক একটি ইনজেকশন দেয়।সারাদিন কুকুর টির দিকে নজর রাখা হয়।জল ছাড়া আর কিছুই খাচ্ছিল না।গতকাল সকাল থেকে অবস্থা খারাপ হয়। বেলগাছিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।অভিযোগ এমার্জেন্সিতে চিকিৎসা করার সময় মারা যায়।অভিযোগ এর পর মৃত কুকুরকে নিয়ে আসা হয়।
এর পর ইকোপার্ক থানায় অভিযোগ করা হয়।অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবক কে গ্রেফতার করা হয়। অভিযোগ কারীর আরো দাবি।তার ফ্ল্যাটের উল্টোদিকে কাঠের দোকানে কাজ করে অভিযুক্ত যুবক।সেখানে মৃত কুকুরকে নিয়ে আসা হলে।ওই যুবকের কথা জিজ্ঞাসা করলে।বাকবিতন্ডা হয়।অভিযোগ কারিনিকে হেনস্থা করা হয়।অভিযোগ তুলে নিতে চাপ দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর কুকুরটির পোস্ট মর্টেম করা হবে।আপাতত অভিযোগ কারিনির কাছেই পিজার্ব করে রাখা হয়েছে।
উল্লেখ্য, কুকুরকে মেরে ফেলার অভিযোগে গ্রেফতার এক। নাম সাবিরুল মল্লিক। শাসন থানা এলাকার বাসিন্দা। গ্রেফতার করলো ইকোপার্ক থানার পুলিশ। শুক্রবার বাটাম দিয়ে মারা হয়। গতকাল মারা যায় কুকুরটি। অভিযোগ কারির দোলা রায় এর দাবি, শুক্রবার দুপুরে তারা হঠাৎ করে কুকুরের কান্নার আওয়াজ পায় এরপরই তারা নিচে নামে দেখে কুকুরটি পড়ে আছে। ওই বিল্ডিংয়ে জল দিতে আসা যুবক দেখে একটি বাটাম দিয়ে মারে।এর পর পাশের এক যুবক একটি ইনজেকশন দেয়।সারাদিন কুকুর টির দিকে নজর রাখা হয়।জল ছাড়া আর কিছুই খাচ্ছিল না।গতকাল সকাল থেকে অবস্থা খারাপ হয়।
বেলগাছিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।অভিযোগ এমার্জেন্সিতে চিকিৎসা করার সময় মারা যায়।অভিযোগ এর পর মৃত কুকুরকে নিয়ে আসা হয়।এর পর ইকোপার্ক থানায় অভিযোগ করা হয়।অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবক কে গ্রেফতার করা হয়। অভিযোগ কারীর আরো দাবি।তার ফ্ল্যাটের উল্টোদিকে কাঠের দোকানে কাজ করে অভিযুক্ত যুবক।সেখানে মৃত কুকুরকে নিয়ে আসা হলে।ওই যুবকের কথা জিজ্ঞাসা করলে।বাকবিতন্ডা হয়।অভিযোগ কারিনিকে হেনস্থা করা হয়। অভিযোগ তুলে নিতে চাপ দেওয়া হয় বলে অভিযোগ।