মালকিনকে মারধর করার অভিযোগ উঠল ড্রাইভার ও তার পরিবারের লোকেদের বিরুদ্ধে। কালনার লিচুতলা এলাকায় এক মহিলা মালকিনকে মারধর করার অভিযোগ উঠল তাদের কাছে কাজ করা ড্রাইভার ও তার পরিবারের লোকেদের বিরুদ্ধে, আর তারই প্রকাশ্যে এল সিসিটিভি ফুটেজ। এদিন কালনার লিচুতলা এলাকায় একটি ই কমার্সের হাব চালান দেবশ্রী রায় ও তাঁর স্বামী দীপ্তম রায়. তাদের কাছেই কাজ করত তাদের ড্রাইভার বিজয় হালদার.
ড্রাইভার নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতো বলে তাঁকে কাজে আসতে বারণ করে দেয় তারা. এরপরই গত মাসের দুদিনের পাওয়া টাকা দাবি করে আজ ওই হাবে উপস্থিত হয়ে দেবশ্রী রায়ের উপর চড়াও হয় ওই ড্রাইভার ও তার পরিবারের লোকেরা. পুরো ঘটনার সিসিটিভি ক্যামেরা বন্দি হয়েছে. তারপর থেকেই আক্রান্তই মহিলা কালনা হসপিটালে চিকিৎসাধীন। অভিযুক্ত ড্রাইভারকে আটক করেছে কালনা থানার পুলিশ।
আরও পড়ুন – পান চাষিদের পাশে দাঁড়াতে এবার উদ্যোগ নিল হাওড়া জেলা পরিষদ
উল্লেখ্য, কালনার লিচুতলা এলাকায় এক মহিলা মালকিনকে মারধর করার অভিযোগ উঠল তাদের কাছে কাজ করা ড্রাইভার ও তার পরিবারের লোকেদের বিরুদ্ধে, আর তারই প্রকাশ্যে এল সিসিটিভি ফুটেজ। এদিন কালনার লিচুতলা এলাকায় একটি ই কমার্সের হাব চালান দেবশ্রী রায় ও তাঁর স্বামী দীপ্তম রায়. তাদের কাছেই কাজ করত তাদের ড্রাইভার বিজয় হালদার.
ড্রাইভার নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতো বলে তাঁকে কাজে আসতে বারণ করে দেয় তারা. এরপরই গত মাসের দুদিনের পাওয়া টাকা দাবি করে আজ ওই হাবে উপস্থিত হয়ে দেবশ্রী রায়ের উপর চড়াও হয় ওই ড্রাইভার ও তার পরিবারের লোকেরা. পুরো ঘটনার সিসিটিভি ক্যামেরা বন্দি হয়েছে. তারপর থেকেই আক্রান্তই মহিলা কালনা হসপিটালে চিকিৎসাধীন। অভিযুক্ত ড্রাইভারকে আটক করেছে কালনা থানার পুলিশ।