শহরের সাথে পাল্লা দিয়ে চলছে গ্রামের মেয়েরাও, মেধাবী দর্জির মেয়ে , হতে চায় ডাব্লু বি সি এস

শহরের সাথে পাল্লা দিয়ে চলছে গ্রামের মেয়েরাও, মেধাবী দর্জির মেয়ে , হতে চায় ডাব্লু বি সি এস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শহরের সাথে পাল্লা দিয়ে চলছে গ্রামের মেয়েরাও, মেধাবী দর্জির মেয়ে , হতে চায় ডাব্লু বি সি এস । রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী ও রূপশ্রী চালু হওয়ার পর , শহরের সাথে পাল্লা দিয়ে প্রত্যন্ত গ্রামের মেয়েরাও শিক্ষায় অনেকটা এগিয়ে । উচ্চমাধ্যমিকের ফলাফলেই তার নজির । এবারের উচ্চ মাধ্যমিকে ৪৮৬ নং পেয়ে উত্তর দিনাজপুর জেলার সপ্তম হয়েছে প্রত্যন্ত ইলুয়াবাড়ি গ্রামের এক দর্জির মেয়ে নাফিসা বেগম । নাফিসা শ্যামা প্রসাদ স্মৃতি রামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী । গ্রামের এই মেধাবী ছাত্রীর ইচ্ছা ডাব্লু, বি, সি, এস, হওয়ার । তার সাফল্যে খুশি বিদ্যালয় থেকে পরিবার এবং এলাকার মানুষের ।তাই গ্রামের এই মেধাবী ছাত্রীর উৎসাহ বাড়াতে তাকে পুষ্পস্তবক সংসা পত্র এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেন রাম গঞ্জ আলো ওয়েল ফেয়ার সোসাইটি ।

 

অনুরূপ ভাবে সংবর্ধনা দেন পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের ইসলামপুর ইউনিট থেকেও ।পাশা পাসি নাফিসার শিক্ষায় সাহায্যের আশ্বাস দেন আশা ওয়েলফেয়ার সোসাইটির কর্নধার সিদ্দিক আলম ।সিদ্দিক বাবু জানান, মেয়েটির পরিবারের আর্থিক অবস্থা তেমন নয় , তাই গ্রামের এই মেধাবী ছাত্রীর শিক্ষায় এগিয়ে আসা উচিত ।

আরও পড়ুন – মৃন্ময়ী মাতার আগমন বার্তা বরানগর ন’পাড়ায় খুঁটি পুজো

উল্লেখ্য, রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী ও রূপশ্রী চালু হওয়ার পর , শহরের সাথে পাল্লা দিয়ে প্রত্যন্ত গ্রামের মেয়েরাও শিক্ষায় অনেকটা এগিয়ে । উচ্চমাধ্যমিকের ফলাফলেই তার নজির । এবারের উচ্চ মাধ্যমিকে ৪৮৬ নং পেয়ে উত্তর দিনাজপুর জেলার সপ্তম হয়েছে প্রত্যন্ত ইলুয়াবাড়ি গ্রামের এক দর্জির মেয়ে নাফিসা বেগম । নাফিসা শ্যামা প্রসাদ স্মৃতি রামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী । গ্রামের এই মেধাবী ছাত্রীর ইচ্ছা ডাব্লু, বি, সি, এস, হওয়ার ।

 

তার সাফল্যে খুশি বিদ্যালয় থেকে পরিবার এবং এলাকার মানুষের ।তাই গ্রামের এই মেধাবী ছাত্রীর উৎসাহ বাড়াতে তাকে পুষ্পস্তবক সংসা পত্র এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেন রাম গঞ্জ আলো ওয়েল ফেয়ার সোসাইটি । অনুরূপ ভাবে সংবর্ধনা দেন পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের ইসলামপুর ইউনিট থেকেও ।পাশা পাসি নাফিসার শিক্ষায় সাহায্যের আশ্বাস দেন আশা ওয়েলফেয়ার সোসাইটির কর্নধার সিদ্দিক আলম ।সিদ্দিক বাবু জানান, মেয়েটির পরিবারের আর্থিক অবস্থা তেমন নয় , তাই গ্রামের এই মেধাবী ছাত্রীর শিক্ষায় এগিয়ে আসা উচিত ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top