পটাশপুর ১নং ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েতের মায়েদের নিয়ে আলোচিত হল SHG সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ন আলোচনা সভা । সোমবার পটাশপুর ১ নম্বর ব্লকের ৯ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান,উপপ্রধান,পঞ্চায়েত সদস্য সদস্যা এবং SHG গ্রুপের মায়েদের নিয়ে পটাশপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে SHG সংক্রান্ত বিষয়ে গুরুত্ব পূর্ন আলোচনা সভা হলো।
এদিনের এই সভায় উপস্থিত ছিলেন মাননীয় জয়েন্ট বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী নমিতা বেরা মহাশয়া, সহ সভাপতি পিযুষ কান্তি পন্ডা মহাশয়, জেলা পরিষদের অন্যতম সদস্য পটল কুমার আদক মহাশয়, বিশিষ্ট সমাজসেবী বিনয় পট্টনায়ক মহাশয়, বিধায়ক প্রতিনিধি হরিপদ দাস মহাপাত্র মহাশয় সহ সমস্ত কর্মাদক্ষ গণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ গণরা।
আরও পড়ুন – মৃন্ময়ী মাতার আগমন বার্তা বরানগর ন’পাড়ায় খুঁটি পুজো
উল্লেখ্য, পটাশপুর ১নং ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েতের মায়েদের নিয়ে আলোচিত হল SHG সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ন আলোচনা সভা । সোমবার পটাশপুর ১ নম্বর ব্লকের ৯ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান,উপপ্রধান,পঞ্চায়েত সদস্য সদস্যা এবং SHG গ্রুপের মায়েদের নিয়ে পটাশপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে SHG সংক্রান্ত বিষয়ে গুরুত্ব পূর্ন আলোচনা সভা হলো।
আরও পড়ুন – অবৈধ সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
এদিনের এই সভায় উপস্থিত ছিলেন মাননীয় জয়েন্ট বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী নমিতা বেরা মহাশয়া, সহ সভাপতি পিযুষ কান্তি পন্ডা মহাশয়, জেলা পরিষদের অন্যতম সদস্য পটল কুমার আদক মহাশয়, বিশিষ্ট সমাজসেবী বিনয় পট্টনায়ক মহাশয়, বিধায়ক প্রতিনিধি হরিপদ দাস মহাপাত্র মহাশয় সহ সমস্ত কর্মাদক্ষ গণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ গণরা।