এবার মেদিনীপুরে ভুয়ো ডায়গনস্টিক সেন্টার! ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন CMOH!

এবার মেদিনীপুরে ভুয়ো ডায়গনস্টিক সেন্টার! ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন CMOH!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

এবার মেদিনীপুরে ভুয়ো ডায়গনস্টিক সেন্টার! ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন CMOH! রাজ্য জুড়ে যেন “ভুয়োর রমরমা”! ভুয়ো IAS অফিসার, ভুয়ো CBI অফিসার, ভুয়ো বিচারপতি এবং ভুয়ো পুলিশ অফিসারের পর এবার ভুয়ো ডায়াগনস্টিক সেন্টার। তাও আবার খোদ জেলা শহর মেদিনীপুরের প্রাণকেন্দ্র রবীন্দ্র নগরে।

দিনের পর দিন বড় মাপের লোগো লাগিয়ে, হাতে লেখা বিল দিয়েই ডায়াগনস্টিক সেন্টার চালাচ্ছিলেন ভুয়ো স্বাস্থ্য কারবারীর দল। চলছিল মানুষের জীবন আর কষ্টের রোজগার নিয়ে ছিনিমিনি খেলা!

আরও পড়ুন – মনিপুরের টুপুলে ধ্বস নেমে মৃত বনগাঁর ব্যারাকপুরে সন্তু ব্যানার্জী, কান্নায় ভেঙে পড়ে পরিবার

পশ্চিম মেদিনীপুরের জেলা সদর মেদিনীপুরের প্রাণকেন্দ্র রবীন্দ্রনগরে এমনই এক ভুয়ো সেন্টারের সন্ধান মিলেছে! অভিযোগ অনুযায়ী ওই সেন্টারের নাম- দ্য এইচ এম সি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার (The H.M.C & Diagnostic Centre)। অভিযোগকারীরা মেদিনীপুর সদরের বাসিন্দা।

 

মোটা টাকা বিল নিয়ে সম্পূর্ণ ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে। চাপে পড়ে ওই সেন্টারের তরফে “রিপোর্ট ভুল” দেওয়ার কথা স্বীকার করা হয়েছে বলেও জানা গেছে। লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা।

আরও পড়ুন – মনিপুরের টুপুলে ধ্বস নেমে মৃত বনগাঁর ব্যারাকপুরে সন্তু ব্যানার্জী, কান্নায় ভেঙে পড়ে পরিবার

উল্লেখ্য, এবার মেদিনীপুরে ভুয়ো ডায়গনস্টিক সেন্টার! ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন CMOH! রাজ্য জুড়ে যেন “ভুয়োর রমরমা”! ভুয়ো IAS অফিসার, ভুয়ো CBI অফিসার, ভুয়ো বিচারপতি এবং ভুয়ো পুলিশ অফিসারের পর এবার ভুয়ো ডায়াগনস্টিক সেন্টার। তাও আবার খোদ জেলা শহর মেদিনীপুরের প্রাণকেন্দ্র রবীন্দ্র নগরে। দিনের পর দিন বড় মাপের লোগো লাগিয়ে, হাতে লেখা বিল দিয়েই ডায়াগনস্টিক সেন্টার চালাচ্ছিলেন ভুয়ো স্বাস্থ্য কারবারীর দল। চলছিল মানুষের জীবন আর কষ্টের রোজগার নিয়ে ছিনিমিনি খেলা!

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top