বাড়িতে বসে নিষিদ্ধ কাফ সিরারের ব্যবসা, ধৃত মহিলা। বাড়িতে বসে নিষিদ্ধ কাফ সিরাপের রমরমা ব্যবসা। খবর পেতেই প্রচুর পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ সহ এক মহিলাকে গ্রেপ্তার করে স্পেশাল অপারেশন গ্রুপ ও প্রধান নগর থানার পুলিশ। ধৃত মহিলাকে রবিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। এই চক্রের পিছনে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ জানিয়েছেন ধৃতের নাম কল্পনা রায়। জানা গিয়েছে, শনিবার রাতে যৌথভাবে অভিযান চালিয়ে মাদক কারবারের পর্দা ফাঁস করল স্পেশাল অপারেশন গ্রুপ এবং প্রধাননগর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রধাননগর থানার অন্তর্গত হিমকোস ভবনের কাছে একটি বাড়ি থেকে কাফ সিরাপের ব্যবসা চালাচ্ছিল এক মহিলা।দীর্ঘদিন ধরেই চলছিল এই কারবার।
গোপন সূত্রে এই খবর পেয়ে শনিবার রাতে এসওজি এবং প্রধাননগর থানার পুলিশ ক্রেতা সেজে সেই মহিলার বাড়িতে অভিযান চালায়।মহিলার বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে কাফ সিরাপ।এরপরই গ্রেফতার করা হয় মহিলাকে।
আজ অভিযুক্ত কল্পনা রায়ের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন – মনিপুরের টুপুলে ধ্বস নেমে মৃত বনগাঁর ব্যারাকপুরে সন্তু ব্যানার্জী, কান্নায় ভেঙে পড়ে পরিবার
উল্লেখ্য, বাড়িতে বসে নিষিদ্ধ কাফ সিরারের ব্যবসা, ধৃত মহিলা। বাড়িতে বসে নিষিদ্ধ কাফ সিরাপের রমরমা ব্যবসা। খবর পেতেই প্রচুর পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ সহ এক মহিলাকে গ্রেপ্তার করে স্পেশাল অপারেশন গ্রুপ ও প্রধান নগর থানার পুলিশ। ধৃত মহিলাকে রবিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। এই চক্রের পিছনে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।