মাধবপুরে শিশু খুনের ঘটনায় অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনির্মাণ করল পুলিশ

মাধবপুরে শিশু খুনের ঘটনায় অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনির্মাণ করল পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মাধবপুরে শিশু খুনের ঘটনায় অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনির্মাণ করল পুলিশ। শনিবার কাজোড়ার মাধবপুরে শিশু খুনের ঘটনায় অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনির্মাণ করল পুলিশ । গোটা ঘটনাটি ভিডিওগ্রাফি করা হয় । উদ্ধার হয় খুনে ব্যবহৃত ইঁট সহ গুরুত্বপূর্ণ তথ্য । চলতি মাসের ৬ তারিখ পাড়ার মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় মাধবপুরের বাসিন্দা সৌরভ বাউরী (৭) নামে এক শিশু । ঘটনার চারদিন পর বাড়ির কাছাকাছি জঙ্গল থেকে উদ্ধার হয় সৌরভের ক্ষত বিক্ষত দেহ । শিশুটিকে নিশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগে সরব হন শিশুটির পরিবার সহ স্থানীয়রা ।

 

খুনিদের গ্রেপ্তারের দাবিতে বাউরী সমাজ সমিতি মঞ্চ নামে সংগঠনের পক্ষ থেকে থানায় বিক্ষোভ দেখানো হয় । অবশেষে গত বৃহস্পতিবার শিশুটিকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাধবপুর এলাকা থেকে যশোদা বাউরী নামে এক মহিলা সহ একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করে পুলিশ । শুক্রবার তাদের পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে । বর্তমানে অভিযুক্তরা রয়েছে পুলিশি হেফাজতে । শনিবার দুপুরে অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে এসে ঘটনার পুনির্মাণ করায় পুলিশ । এদিন একটা পনেরো থেকে পুননির্মাণ চলে প্রায় ঘন্টাখানেক । উপস্থিত ছিলেন অন্ডাল থানার ওসি শান্তনু অধিকারী, এসিপি মোঃ ওমর আলী মোল্লা, সিআই পিন্টু সাহা সহ পুলিশ আধিকারিকেরা ।

আরও পড়ুন – বর্ধমানে বিজেপি যুব মোর্চা ও সিপিআইএম এর পক্ষ থেকে পথ অবরোধ ও বিক্ষোভসভা

উল্লেখ্য, শনিবার কাজোড়ার মাধবপুরে শিশু খুনের ঘটনায় অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনির্মাণ করল পুলিশ । গোটা ঘটনাটি ভিডিওগ্রাফি করা হয় । উদ্ধার হয় খুনে ব্যবহৃত ইঁট সহ গুরুত্বপূর্ণ তথ্য । চলতি মাসের ৬ তারিখ পাড়ার মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় মাধবপুরের বাসিন্দা সৌরভ বাউরী (৭) নামে এক শিশু । ঘটনার চারদিন পর বাড়ির কাছাকাছি জঙ্গল থেকে উদ্ধার হয় সৌরভের ক্ষত বিক্ষত দেহ । শিশুটিকে নিশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগে সরব হন শিশুটির পরিবার সহ স্থানীয়রা ।

 

খুনিদের গ্রেপ্তারের দাবিতে বাউরী সমাজ সমিতি মঞ্চ নামে সংগঠনের পক্ষ থেকে থানায় বিক্ষোভ দেখানো হয় । অবশেষে গত বৃহস্পতিবার শিশুটিকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাধবপুর এলাকা থেকে যশোদা বাউরী নামে এক মহিলা সহ একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করে পুলিশ । শুক্রবার তাদের পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে । বর্তমানে অভিযুক্তরা রয়েছে পুলিশি হেফাজতে । শনিবার দুপুরে অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে এসে ঘটনার পুনির্মাণ করায় পুলিশ । এদিন একটা পনেরো থেকে পুননির্মাণ চলে প্রায় ঘন্টাখানেক । উপস্থিত ছিলেন অন্ডাল থানার ওসি শান্তনু অধিকারী, এসিপি মোঃ ওমর আলী মোল্লা, সিআই পিন্টু সাহা সহ পুলিশ আধিকারিকেরা ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top