আবহাওয়ার খামখেয়ালীপনায় চিন্তায় কৃষকরা

আবহাওয়ার খামখেয়ালীপনায় চিন্তায় কৃষকরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আবহাওয়ার খামখেয়ালীপনায় চিন্তায় কৃষকরা। আকাশে মেঘ থাকলেও ভারী বৃষ্টির দেখা নেই। মাঝেমধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তবে তা ধান চাষের পক্ষে উপযুক্ত নয়। যেসময় কৃষকদের ধান রোপণ করতে ব্যস্ত থাকার কথা সেসময় তারা একপ্রকার হাত গুটিয়ে বসে রয়েছে।

 

শুধু ধান চাষের ক্ষেত্রেই নয়। সব থেকে বড় দুর্ভোগে পাট চাষীরা। রীতিমতো পাট কেটে পচানোর অপেক্ষায় দিন গুনছে কৃষক। পুকুর বা জলাশয়ে যে পরিমান জলের প্রয়জন পাট পচানোর জন্য। তার নূন্যতম জল নেই। একরূপ ভাবে বাধ্য হয়েই কৃতিম জলের উপর ভরসা। পকেট থেকে বাড়তি টাকা ডেলে পাম্প সেট দিয়ে বিভিন্ন নালা ,জলাশয়ের জল পাট যাক দেবার জন্য নির্দিষ্ট পুকুরে জল ভরতে হচ্ছে। কিন্তু এটাও সমস্যা মিটছে না। তীব্র দাবদাহে জল শুকিয়ে যাচ্ছে।

 

আর এরই মাঝে ধুপগুড়ি তে ধরা পড়লো এক ভিন্ন দৃশ্য। ভারী বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে দিলেন কৃষকরা। মহা ধুমধাম করে এই ব্যাঙের বিয়ের আয়োজন করা হলো ধূপগুড়ির ভেমটিয়া এলাকায়। রীতিমতো ব্যান্ডপার্টির তালে নাচ, গান ও বিয়ের অনুষ্ঠানের মতো চলল খাওয়া দাওয়া। পাত পেড়ে খেলেন শতাধিক মানুষ। খাবারের মেনুতে ছিল খিচুড়ি, সবজি ও আলুভাজা। কিন্তু এইসব কি আর কৃষকদের সমস্যার সমাধান করতে পারবে। সেদিকেই নজর চাষীদের।

আরও পড়ুন – খাদ্য দপ্তরে এস আই পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ

উল্লেখ্য,  আবহাওয়ার খামখেয়ালীপনায় চিন্তায় কৃষকরা। আকাশে মেঘ থাকলেও ভারী বৃষ্টির দেখা নেই। মাঝেমধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তবে তা ধান চাষের পক্ষে উপযুক্ত নয়। যেসময় কৃষকদের ধান রোপণ করতে ব্যস্ত থাকার কথা সেসময় তারা একপ্রকার হাত গুটিয়ে বসে রয়েছে।

 

শুধু ধান চাষের ক্ষেত্রেই নয়। সব থেকে বড় দুর্ভোগে পাট চাষীরা। রীতিমতো পাট কেটে পচানোর অপেক্ষায় দিন গুনছে কৃষক। পুকুর বা জলাশয়ে যে পরিমান জলের প্রয়জন পাট পচানোর জন্য। তার নূন্যতম জল নেই। একরূপ ভাবে বাধ্য হয়েই কৃতিম জলের উপর ভরসা। পকেট থেকে বাড়তি টাকা ডেলে পাম্প সেট দিয়ে বিভিন্ন নালা ,জলাশয়ের জল পাট যাক দেবার জন্য নির্দিষ্ট পুকুরে জল ভরতে হচ্ছে। কিন্তু এটাও সমস্যা মিটছে না। তীব্র দাবদাহে জল শুকিয়ে যাচ্ছে।

 

আর এরই মাঝে ধুপগুড়ি তে ধরা পড়লো এক ভিন্ন দৃশ্য। ভারী বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে দিলেন কৃষকরা। মহা ধুমধাম করে এই ব্যাঙের বিয়ের আয়োজন করা হলো ধূপগুড়ির ভেমটিয়া এলাকায়। রীতিমতো ব্যান্ডপার্টির তালে নাচ, গান ও বিয়ের অনুষ্ঠানের মতো চলল খাওয়া দাওয়া। পাত পেড়ে খেলেন শতাধিক মানুষ। খাবারের মেনুতে ছিল খিচুড়ি, সবজি ও আলুভাজা। কিন্তু এইসব কি আর কৃষকদের সমস্যার সমাধান করতে পারবে। সেদিকেই নজর চাষীদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top