আজ বিধাননগর কর্পোরেশনের উদ্যোগে বিধাননগর MPMLA কোর্ট এর পক্ষ থেকে একটি বুস্টার ডোজ ক্যাম্প এর আয়োজন করা হয়েছে। এই বিষয় MPMLA কোর্টের সেক্রেটারি সোমা মন্ডল জানান,এখানে কোর্টের সকল স্টাফ, অ্যাডভোকেট, পুলিশ এবং অন্যান্য যত স্টাফ আছেন তাঁদের সকলের ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। ২০১৯ এর শেষ দিক থেকে কোভিড এ মানুষ যথেষ্টভাবে বিপর্যস্ত হয়েছিল,সেই সময় থেকেই আমরা চেষ্টা করেছি এটি প্রতিরোধ করতে,
পুরো কোর্ট স্যানিটিজেশন করা, আমাদের কোভিদের মধ্যেও কাজ করতে হয়েছে,অনেকে কোভিদ আক্রান্ত হয়েছিলেন, কিন্তু তাতেও কাজ করতে হয়েছিল,কারণ কোর্ট কখনো বন্ধ করা যায়না। এই মহামারী যাতে আমাদের গ্রাস করতে না পারে, সেটা নিয়ন্ত্রণে আনবার জন্য সবদিক বিবেচনা করে আজকের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন – সমগ্র দেশের পাশাপাশি আমাদের রাজ্যে ও বাড়ছে হ্যাকার দের দৌরাত্ম
উল্লেখ্য, আজ বিধাননগর কর্পোরেশনের উদ্যোগে বিধাননগর MPMLA কোর্ট এর পক্ষ থেকে একটি বুস্টার ডোজ ক্যাম্প এর আয়োজন করা হয়েছে। এই বিষয় MPMLA কোর্টের সেক্রেটারি সোমা মন্ডল জানান,এখানে কোর্টের সকল স্টাফ, অ্যাডভোকেট, পুলিশ এবং অন্যান্য যত স্টাফ আছেন তাঁদের সকলের ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। ২০১৯ এর শেষ দিক থেকে কোভিড এ মানুষ যথেষ্টভাবে বিপর্যস্ত হয়েছিল,
সেই সময় থেকেই আমরা চেষ্টা করেছি এটি প্রতিরোধ করতে, পুরো কোর্ট স্যানিটিজেশন করা, আমাদের কোভিদের মধ্যেও কাজ করতে হয়েছে,অনেকে কোভিদ আক্রান্ত হয়েছিলেন, কিন্তু তাতেও কাজ করতে হয়েছিল,কারণ কোর্ট কখনো বন্ধ করা যায়না। এই মহামারী যাতে আমাদের গ্রাস করতে না পারে, সেটা নিয়ন্ত্রণে আনবার জন্য সবদিক বিবেচনা করে আজকের এই উদ্যোগ নেওয়া হয়েছে।