৪৭ তম পাওয়ার লিফটিং এ রাজ্যে স্তরে সোনা জয়, খুশির হাওয়া জলপাইগুড়ি শহরে

৪৭ তম পাওয়ার লিফটিং এ রাজ্যে স্তরে সোনা জয়, খুশির হাওয়া জলপাইগুড়ি শহরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৪৭ তম পাওয়ার লিফটিং এ রাজ্যে স্তরে সোনা জয়, খুশির হাওয়া জলপাইগুড়ি শহরে। গত ২৯-৩১ শে জুলাই কলকাতার হাওড়ায় অনুষ্ঠিত হয় রাজ্যস্তরের পাওয়ার লিফটিং প্রতিযোগিতা। সেখানেই অংশগ্রহণ করে জলপাইগুড়ি জেলার কদম তলার তুর্য সাহা।

 

সাব জুনিয়ার গ্রুপে ৫৯ কেজি ক্যাটাগরিতে সোনা জিতে জেলার নাম উজ্জ্বল করলো সোনার ছেলে তুর্য সাহা, বাবা প্রকাশ সাহা ও মা স্মৃতি সাহা পেশায় দু’জনই আইনজীবী। তূর্য জলপাইগুড়ি হোলি চাইল্ড স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র।

পড়াশুনার পাশাপাশি প্রতিদিন প্রায় দুই থেকে তিন ঘন্টা শরীর চর্চা করে এত কম বয়সে সাব জুনিয়ার গেমে অংশগ্রহণ করে সাফল্য মেলায় খুবই খুশি পরিবারের সকলে।

তবে এখানেই শেষ নয় আগামীতে ন্যাশনাল গেমের জন্য সে সিলেকশন হয়েছে, তার জন্য সে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে এবং তার লক্ষ্য একটাই সোনার পদক জয় করে রাজ্যের নাম উজ্জ্বল করা। তূর্য এর এই জয়, খুশি তার কোচ পাভেল নন্দী সহ অন্যান্যরা।

আরও পড়ুন – তৃণমূল নেতার ছেলেকে গাছে বেঁধে মারধর চাকরি প্রার্থীদের

উল্লেখ্য, ৪৭ তম পাওয়ার লিফটিং এ রাজ্যে স্তরে সোনা জয়, খুশির হাওয়া জলপাইগুড়ি শহরে। গত ২৯-৩১ শে জুলাই কলকাতার হাওড়ায় অনুষ্ঠিত হয় রাজ্যস্তরের পাওয়ার লিফটিং প্রতিযোগিতা। সেখানেই অংশগ্রহণ করে জলপাইগুড়ি জেলার কদম তলার তুর্য সাহা। সাব জুনিয়ার গ্রুপে ৫৯ কেজি ক্যাটাগরিতে সোনা জিতে জেলার নাম উজ্জ্বল করলো সোনার ছেলে তুর্য সাহা, বাবা প্রকাশ সাহা ও মা স্মৃতি সাহা পেশায় দু’জনই আইনজীবী। তূর্য জলপাইগুড়ি হোলি চাইল্ড স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র।

 

পড়াশুনার পাশাপাশি প্রতিদিন প্রায় দুই থেকে তিন ঘন্টা শরীর চর্চা করে এত কম বয়সে সাব জুনিয়ার গেমে অংশগ্রহণ করে সাফল্য মেলায় খুবই খুশি পরিবারের সকলে। তবে এখানেই শেষ নয় আগামীতে ন্যাশনাল গেমের জন্য সে সিলেকশন হয়েছে, তার জন্য সে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে এবং তার লক্ষ্য একটাই সোনার পদক জয় করে রাজ্যের নাম উজ্জ্বল করা। তূর্য এর এই জয়, খুশি তার কোচ পাভেল নন্দী সহ অন্যান্যরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top