জগদীশ নগরে সৌরবিদ্যুৎ পরিচালিত জলের পাইপের উদ্বোধন করলেন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লার। সাধারণ মানুষের সুবিধার্তে মগরহাট পশ্চিম বিধান সভার অন্তর্গত সোমবার বিকালে বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার উদ্যোগে জগদীশ নগর মধ্যকৃষ্ঞ পুর গ্ৰামে পঞ্চায়েত কর্টার প্রায় দুই লক্ষ টাকার অধিক ব্যায় এই নব নির্মিত সোলার সাম্মর্সেলর শুভ উদ্ধোধন হয়। উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিম বিধান সভার বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা সহ অঞ্চলের আরও অন্যান্য ব্যাক্তিরা।
বিধায়ক তিনি এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাধারণ মানুষের সুবিধার্তে এই সামার্সেবলের শুভ উদ্বোধন হয়। এছাড়া তিনি আরো জানান নভেম্বর মাস থেকে দুয়ারে সরকার শিবির আবার চালু হবে, ডিসেম্বর মাস পর্যন্ত চলবে। যারা আবেদন করে টাকা পাচ্ছেন না,এবার থেকে তারাও টাকা পাবেন। সামনের পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রতিপক্ষ অনেকেই রয়েছে,যার মধ্যে ইডি,সিবিআই আছে। তিনি আরো জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বামেদের বিরুদ্ধে বাংলার হয়ে লড়াই করে এসেছেন এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করে যাবেন এটাই আমাদের আশাবাদী।
আরও পড়ুন – উৎসবের মেজাজে ব্যারাকপুর শিল্পাঞ্চলে “ছট” বন্দনা
উল্লেখ্য, সাধারণ মানুষের সুবিধার্তে মগরহাট পশ্চিম বিধান সভার অন্তর্গত সোমবার বিকালে বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার উদ্যোগে জগদীশ নগর মধ্যকৃষ্ঞ পুর গ্ৰামে পঞ্চায়েত কর্টার প্রায় দুই লক্ষ টাকার অধিক ব্যায় এই নব নির্মিত সোলার সাম্মর্সেলর শুভ উদ্ধোধন হয়। উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিম বিধান সভার বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা সহ অঞ্চলের আরও অন্যান্য ব্যাক্তিরা।
বিধায়ক তিনি এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাধারণ মানুষের সুবিধার্তে এই সামার্সেবলের শুভ উদ্বোধন হয়। এছাড়া তিনি আরো জানান নভেম্বর মাস থেকে দুয়ারে সরকার শিবির আবার চালু হবে, ডিসেম্বর মাস পর্যন্ত চলবে। যারা আবেদন করে টাকা পাচ্ছেন না,এবার থেকে তারাও টাকা পাবেন। সামনের পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রতিপক্ষ অনেকেই রয়েছে,যার মধ্যে ইডি,সিবিআই আছে। তিনি আরো জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বামেদের বিরুদ্ধে বাংলার হয়ে লড়াই করে এসেছেন এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করে যাবেন এটাই আমাদের আশাবাদী।