পলাতক কুখ্যাত ডাকাতকে ধরতে কড়া নিরাপত্তা জারি সীমান্তে। প্রতিবেশী দেশ ভুটানের রাজধানী থিম্পুর জেল থেকে দশ কুখ্যাত ডাকাতের পালিয়ে যাবার জেরে চরম নিরাপত্তা জারি করা হয়েছে ভারত-ভুটান আর্ন্তজাতিক সীমান্তে।ভুটানের জেলা থেকে পালানো দশ কুখ্যাত ডাকাত যাতে কোনও ভাবেই সীমান্ত পার না করে এদেশে প্রবেশ করতে পারে সে দিকে নজর রেখে সীমান্তে পাহারায় থাকা কেন্দ্রীয় বাহিনীর এসএসবির জওয়ানরা ভারতে প্রবেশের সমস্ত সীমানায় কড়া নজরদারি শুরু করেছে।
ভুটান পুলিশের অনুমান এই দশ ডাকাত কোনও মতে নজর এড়িয়ে ভারতে প্রবেশ করে গাঁ ঢাকা দিতে পারে।কারণ, দশ কুখ্যাত ডাকাতের মধ্যে পাঁচ দুস্কৃতির বাড়ি এ দেশের ভারত-ভূটান সীমান্তের ভারতের জয়গাঁও শহরে।
অন্যদিকে অপরাধীদের ধরতে জয়গাঁও শহরের পুলিশ তৎপর হয়ে উঠেছে।ভারতের জয়গাঁও এবং ভুটানের ফুন্টসোলিং-এর প্রবেশের গেটে নাকাচেকিং শুরু করেছে দুই দেশের পুলিশ।
ভুটান পুলিশ সুত্রের খবর ভুটানের থিম্পুতে একটি দুঃসাহসিক ডাকাতির ঘটনায় জড়িত এই দশ অভিযুক্তকে ভুটানের আদালত জেল হাজতের সাজা দেয়।
জয়গাঁও থানার ওসি প্রবীর দত্ত জানিয়েছেন ,ভুটান পুলিশ ও প্রশাসনের তরফ থেকে খবর পেয়ে আমরা সতর্ক।ভুটান থেকে ভারতে প্রবেশের সমস্ত গেটে দিনরাত নাকা চেকিং চলছে।সন্দেহভাজন কোন ব্যক্তিকে দেখলেই তাদের ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ভুটান থেকে পলাতক দশ ডাকাতের মধ্যে পাঁচ জনের বাড়ি জয়গাঁও শহরে।তাই জয়গাঁও শহরে চরম নিরাপত্তা জারি রয়েছে।
আরও পড়ুন – মহার্ঘ্যভাতা অবিলম্বে প্রদানের দাবি তুলে শিলিগুড়ি মহকুমা শাসকের দফতরে অভিযান
উল্লেখ্য, প্রতিবেশী দেশ ভুটানের রাজধানী থিম্পুর জেল থেকে দশ কুখ্যাত ডাকাতের পালিয়ে যাবার জেরে চরম নিরাপত্তা জারি করা হয়েছে ভারত-ভুটান আর্ন্তজাতিক সীমান্তে।ভুটানের জেলা থেকে পালানো দশ কুখ্যাত ডাকাত যাতে কোনও ভাবেই সীমান্ত পার না করে এদেশে প্রবেশ করতে পারে সে দিকে নজর রেখে সীমান্তে পাহারায় থাকা কেন্দ্রীয় বাহিনীর এসএসবির জওয়ানরা ভারতে প্রবেশের সমস্ত সীমানায় কড়া নজরদারি শুরু করেছে।ভুটান পুলিশের অনুমান এই দশ ডাকাত কোনও মতে নজর এড়িয়ে ভারতে প্রবেশ করে গাঁ ঢাকা দিতে পারে।কারণ, দশ কুখ্যাত ডাকাতের মধ্যে পাঁচ দুস্কৃতির বাড়ি এ দেশের ভারত-ভূটান সীমান্তের ভারতের জয়গাঁও শহরে।
অন্যদিকে অপরাধীদের ধরতে জয়গাঁও শহরের পুলিশ তৎপর হয়ে উঠেছে।ভারতের জয়গাঁও এবং ভুটানের ফুন্টসোলিং-এর প্রবেশের গেটে নাকাচেকিং শুরু করেছে দুই দেশের পুলিশ।
ভুটান পুলিশ সুত্রের খবর ভুটানের থিম্পুতে একটি দুঃসাহসিক ডাকাতির ঘটনায় জড়িত এই দশ অভিযুক্তকে ভুটানের আদালত জেল হাজতের সাজা দেয়।