বিশেষ বৈশিষ্ট্য রূপী বিরল প্রজাতির মাছ উঠে এলো এক ব্যক্তির বড়শিতে

বিশেষ বৈশিষ্ট্য রূপী বিরল প্রজাতির মাছ উঠে এলো এক ব্যক্তির বড়শিতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিশেষ বৈশিষ্ট্য রূপী বিরল প্রজাতির মাছ উঠে এলো এক ব্যক্তির বড়শিতে। অদ্ভুত মাছ ভিন্ন প্রজাতির এক মাছ ধরা পড়লো ভাগীরথী নদীতে। আর এই মাছ দেখতে মানুষ ভিড় জমাচ্ছেন বিরলপ্রজাতির মাছ ধরে নিয়ে আসা ওই ব্যক্তিটির বাড়িতে। নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া চটকা তলার স্বপন বসাক। তাঁতবোনা পেশার বাইরে সময় পেলে মাছ ধরতে যায় ভাগীরথী নদীতে। নিকটবর্তী তারাপুর বাঁধের কাছে গঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে। সেই সময়ই অন্যান্য মাছের সাথে এই অদ্ভুত প্রজাতির মাছ উঠে আসে জালে। স্বপনবাবু বলেন প্রথমে ভয় পেলেও মাছটিকে বাড়িতে নিয়ে আসেন।

 

আর সেই থেকেই মাছটি দেখার জন্য মানুষের ভিড় জমছে তার বাড়িতে। খাওয়ার কথা ভুলে আবার গঙ্গায় জলে ছেড়ে দেবার কথা বলছেন। মৎস্য বিশেষজ্ঞদের মতে মাছটি ক্যাটফিশ প্রজাতির। তাদের মধ্যে ভিন্ন নাম আছে, যেমন সকার মাউথ ক্যাটফিশ এমাজন সেলফিন ক্যাটফিশ, অরিনকো সেলফিন ক্যাটফিস ইত্যাদি। যদিও মাছটির সঠিক নাম উদ্ধার করা যায়নি। তবে এই অঞ্চলের ভাগীরথী নদীর জলে এই ধরনের মাছ কোথা থেকে আসলো তা বুঝে উঠতে পারছেন না কেউই।

আরও পড়ুন – মাছ মাংসের চড়া দাম, তাই চাহিদা বেড়েছে ঝিনুকের

উল্লেখ্য, অদ্ভুত মাছ ভিন্ন প্রজাতির এক মাছ ধরা পড়লো ভাগীরথী নদীতে। আর এই মাছ দেখতে মানুষ ভিড় জমাচ্ছেন বিরলপ্রজাতির মাছ ধরে নিয়ে আসা ওই ব্যক্তিটির বাড়িতে। নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া চটকা তলার স্বপন বসাক। তাঁতবোনা পেশার বাইরে সময় পেলে মাছ ধরতে যায় ভাগীরথী নদীতে। নিকটবর্তী তারাপুর বাঁধের কাছে গঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে। সেই সময়ই অন্যান্য মাছের সাথে এই অদ্ভুত প্রজাতির মাছ উঠে আসে জালে। স্বপনবাবু বলেন প্রথমে ভয় পেলেও মাছটিকে বাড়িতে নিয়ে আসেন।

 

আর সেই থেকেই মাছটি দেখার জন্য মানুষের ভিড় জমছে তার বাড়িতে। খাওয়ার কথা ভুলে আবার গঙ্গায় জলে ছেড়ে দেবার কথা বলছেন। মৎস্য বিশেষজ্ঞদের মতে মাছটি ক্যাটফিশ প্রজাতির। তাদের মধ্যে ভিন্ন নাম আছে, যেমন সকার মাউথ ক্যাটফিশ এমাজন সেলফিন ক্যাটফিশ, অরিনকো সেলফিন ক্যাটফিস ইত্যাদি। যদিও মাছটির সঠিক নাম উদ্ধার করা যায়নি। তবে এই অঞ্চলের ভাগীরথী নদীর জলে এই ধরনের মাছ কোথা থেকে আসলো তা বুঝে উঠতে পারছেন না কেউই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top