বর্ধমানে অনুষ্ঠিত হয় সাংবাদিকদের নিয়ে বার্তালাপ অনুষ্ঠান। প্রেস ইনপরমেশেন ব্যুরো (পি আই বি) তরফে অনুষ্ঠিত হলো “বার্তালাপ”। এদিন বর্ধমানের সাংবাদিকদের নিয়ে এই “বার্তালাপ” অনুষ্ঠান হয় বর্ধমান শহরের একটি বেসরকারি ব্যাঙ্কোয়েট হলে। উদ্বোধনী বক্তব্য দেন পিআইবির নয়াদিল্লির নির্দেশক ডঃ নিমিশ রাস্তোগী। শ্রী রাস্তোগী তাঁর উদ্বোধনী ভাষণে পিআইবি’র কাজকর্মের বিষয়টি বিশদভাবে ব্যাখ্যা করেন।
পিআইবি’র পরিষেবার সাহায্যে সরকারি তথ্য ও সংবাদকে কিভাবে কাজে লাগানো যেতে পারে, সেই বিষয়টিও তিনি তুলে ধরেন। জেলার প্রায় ৫০ জন সংবাদ প্রতিনিধি অংশগ্রহণ করেন আজকের কর্মশালায়। ছ’জন বর্ষীয়ান সাংবাদিককে সংবাদ মাধ্যমের উন্নয়নে তাঁদের বিশেষ অবদানের জন্য পিআইবি’র পক্ষ থেকে সম্মান জানানো হয়।
আরও পড়ুন – ফেসবুকে যৌন মজা করতে দেখা যাচ্ছে শ্রীলেখা মিত্রকে
উল্লেখ্য, প্রেস ইনপরমেশেন ব্যুরো (পি আই বি) তরফে অনুষ্ঠিত হলো “বার্তালাপ”। এদিন বর্ধমানের সাংবাদিকদের নিয়ে এই “বার্তালাপ” অনুষ্ঠান হয় বর্ধমান শহরের একটি বেসরকারি ব্যাঙ্কোয়েট হলে। উদ্বোধনী বক্তব্য দেন পিআইবির নয়াদিল্লির নির্দেশক ডঃ নিমিশ রাস্তোগী। শ্রী রাস্তোগী তাঁর উদ্বোধনী ভাষণে পিআইবি’র কাজকর্মের বিষয়টি বিশদভাবে ব্যাখ্যা করেন।
পিআইবি’র পরিষেবার সাহায্যে সরকারি তথ্য ও সংবাদকে কিভাবে কাজে লাগানো যেতে পারে, সেই বিষয়টিও তিনি তুলে ধরেন। জেলার প্রায় ৫০ জন সংবাদ প্রতিনিধি অংশগ্রহণ করেন আজকের কর্মশালায়। ছ’জন বর্ষীয়ান সাংবাদিককে সংবাদ মাধ্যমের উন্নয়নে তাঁদের বিশেষ অবদানের জন্য পিআইবি’র পক্ষ থেকে সম্মান জানানো হয়।
উল্লেখ্য, প্রেস ইনপরমেশেন ব্যুরো (পি আই বি) তরফে অনুষ্ঠিত হলো “বার্তালাপ”। এদিন বর্ধমানের সাংবাদিকদের নিয়ে এই “বার্তালাপ” অনুষ্ঠান হয় বর্ধমান শহরের একটি বেসরকারি ব্যাঙ্কোয়েট হলে। উদ্বোধনী বক্তব্য দেন পিআইবির নয়াদিল্লির নির্দেশক ডঃ নিমিশ রাস্তোগী। শ্রী রাস্তোগী তাঁর উদ্বোধনী ভাষণে পিআইবি’র কাজকর্মের বিষয়টি বিশদভাবে ব্যাখ্যা করেন।
পিআইবি’র পরিষেবার সাহায্যে সরকারি তথ্য ও সংবাদকে কিভাবে কাজে লাগানো যেতে পারে, সেই বিষয়টিও তিনি তুলে ধরেন। জেলার প্রায় ৫০ জন সংবাদ প্রতিনিধি অংশগ্রহণ করেন আজকের কর্মশালায়। ছ’জন বর্ষীয়ান সাংবাদিককে সংবাদ মাধ্যমের উন্নয়নে তাঁদের বিশেষ অবদানের জন্য পিআইবি’র পক্ষ থেকে সম্মান জানানো হয়। বর্ধমানে অনুষ্ঠিত