আমি আর মিঠুন এক হলে, তা হলে গ্রামের মানুষের লড়াই কেন? প্রশ্ন দেবের। আমি আর মিঠুন’দা যদি বাবা-ছেলের মতো থাকতে পারি, তা হলে সাধারণ মানুষ বা গ্রামের মানুষেরা কেন লড়াই করছেন!’’ বললেন খুললেন তৃণমূলের তারকা সাংসদ দেব ওরফে দীপক অধিকারী।বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে নিজের সুসম্পর্কের কথা তুলে ধরে দলীয় নেতাকর্মীদের বার্তা দিলেন দেব।সোমবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুরে বেশ কয়েক’টি কর্মসূচিতে যোগ দেন অভিনেতা-সাংসদ দেব। সেখানে রাজ্য রাজনীতির একাধিক বিষয়ে বলতে গিয়ে এমন কথা বললেন। সেই প্রসঙ্গে তিনি ছুঁয়ে গেলেন রাজনৈতিক সৌজন্যের কথাও।
দেব বলেন, ‘‘রাজনীতি মানে তো মানুষের পাশে থাকা। আপদে-বিপদে পাশে থাকা। রাজনীতির জন্য মারপিট, রক্তারক্তি নয়। আমি ওই রাজনীতিতে বিশ্বাস করি না।’’ শাসকদলের গোষ্ঠীকোন্দল প্রসঙ্গেও একই কথা জানান তিনি। বলেন, ‘‘একটা দল করলে অপর দল শত্রু, এমনটা ভাবা উচিত নয়।’’ সেই সঙ্গে দলের নীচুতলার কর্মীদের কোন্দলে না জড়ানোর বার্তা দেন তিনি।
প্রসঙ্গত,দেব রাজ্য তৃনমূল কংগ্রেসের হেভিওয়েট সংসদ।অন্যদিকে মিথুন রাজ্যের অন্যতম বিজেপির মুখ।তারা দুই যুযুধান রাজনৈতিক শিবিরে রয়েছেন।কিন্ত এক সঙ্গে সিনেমা করছেন।তাদের সম্পর্ক খুব ভালো ।সেজন্য সম্প্রতি বাবা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন এবং দেব।তাদের এক ছবিতে কাজ করা নিয়ে বিতর্ক হয় ।তাই দেব কর্মীদের বার্তা দেন,আলাদা আলাদা দল করলেও।সম্পর্ক ভালো করতে হবে।এক সঙ্গে থাকতে হবে।একে অপরের বিপদে থাকতে হবে।
আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর নজরে এবার প্রবীণরা,নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর
উল্লেখ্য, আমি আর মিঠুন’দা যদি বাবা-ছেলের মতো থাকতে পারি, তা হলে সাধারণ মানুষ বা গ্রামের মানুষেরা কেন লড়াই করছেন!’’ বললেন খুললেন তৃণমূলের তারকা সাংসদ দেব ওরফে দীপক অধিকারী।বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে নিজের সুসম্পর্কের কথা তুলে ধরে দলীয় নেতাকর্মীদের বার্তা দিলেন দেব।সোমবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুরে বেশ কয়েক’টি কর্মসূচিতে যোগ দেন অভিনেতা-সাংসদ দেব। সেখানে রাজ্য রাজনীতির একাধিক বিষয়ে বলতে গিয়ে এমন কথা বললেন। সেই প্রসঙ্গে তিনি ছুঁয়ে গেলেন রাজনৈতিক সৌজন্যের কথাও।
দেব বলেন, ‘‘রাজনীতি মানে তো মানুষের পাশে থাকা। আপদে-বিপদে পাশে থাকা। রাজনীতির জন্য মারপিট, রক্তারক্তি নয়। আমি ওই রাজনীতিতে বিশ্বাস করি না।’’ শাসকদলের গোষ্ঠীকোন্দল প্রসঙ্গেও একই কথা জানান তিনি। বলেন, ‘‘একটা দল করলে অপর দল শত্রু, এমনটা ভাবা উচিত নয়।’’ সেই সঙ্গে দলের নীচুতলার কর্মীদের কোন্দলে না জড়ানোর বার্তা দেন তিনি। আমি আর মিঠুন