বাইক চুরির এক বছর পর ধরা পরল বাইক চোর, চাঞ্চল্য। উত্তর দিনাজপুর সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গিয়ে বাইক চালিয়ে দেখার নাম করে চম্পট দেয় বাইক নিয়ে। এই ঘটনার এক বছর পার হয়ে গেলেও দেখা মেলেনি ওই বাইক চোরের । অবশেষে এক বছর পর বুধবার বিকেলে ওই এলাকাতেই স্কুটি বন্ধক রাখতে গিয়ে ধরা পড়ে যায় ওই বাইক চোর ।
এই ঘটনায় চাঞ্চল্য চোপড়ার কালা গছ এলাকায় । ঘটনার বিবরনে জানা যায় , গত বছর ফেব্রুয়ারি ২ তারিখে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোল দীঘি গ্রামের পরেশ সিংহ নামে এক যুবক চোপড়ার কালাগছ মোড় সংলগ্ন নবকুমার সিংহের মোটরসাইকেল গ্যারেজের দোকান থেকে একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যায় । এরপর ওই বাইক চালিয়ে দেখার নাম করে চম্পট দিয়ে প্রায় এক বছর ধরে গা ঢাকা দিয়ে থাকে ।
অবশেষে বুধবার বিকেলের দিকে ওই যুবক তার একটি স্কুটি বন্ধক দিতে যায় কালাগছ এলাকায় । খবর পেয়ে ওই গ্যারেজের মালিক ছুটে এসে তার বাইকের ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করলে বাইক চোর যুবকটি অসঙ্গতিপূর্ণ কথাবাত্রা বলতে থাকে । ঘটনাটি জানা জানি হলে প্রচুর মানুষের ভিড় জমে এই ঘটনার খবর চোপড়া থানায় পৌঁছালে পুলিশ এসে ওই বাইক চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায় । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
আরোও পড়ুন – মুখ্যমন্ত্রীর নজরে এবার প্রবীণরা,নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর
উল্লেখ্য, উত্তর দিনাজপুর সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গিয়ে বাইক চালিয়ে দেখার নাম করে চম্পট দেয় বাইক নিয়ে। এই ঘটনার এক বছর পার হয়ে গেলেও দেখা মেলেনি ওই বাইক চোরের । অবশেষে এক বছর পর বুধবার বিকেলে ওই এলাকাতেই স্কুটি বন্ধক রাখতে গিয়ে ধরা পড়ে যায় ওই বাইক চোর ।এই ঘটনায় চাঞ্চল্য চোপড়ার কালা গছ এলাকায় । ঘটনার বিবরনে জানা যায় , গত বছর ফেব্রুয়ারি ২ তারিখে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোল দীঘি গ্রামের পরেশ সিংহ নামে এক যুবক চোপড়ার কালাগছ মোড় সংলগ্ন নবকুমার সিংহের মোটরসাইকেল গ্যারেজের দোকান থেকে একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যায় ।
এরপর ওই বাইক চালিয়ে দেখার নাম করে চম্পট দিয়ে প্রায় এক বছর ধরে গা ঢাকা দিয়ে থাকে । অবশেষে বুধবার বিকেলের দিকে ওই যুবক তার একটি স্কুটি বন্ধক দিতে যায় কালাগছ এলাকায় । খবর পেয়ে ওই গ্যারেজের মালিক ছুটে এসে তার বাইকের ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করলে বাইক চোর যুবকটি অসঙ্গতিপূর্ণ কথাবাত্রা বলতে থাকে । ঘটনাটি জানা জানি হলে প্রচুর মানুষের ভিড় জমে এই ঘটনার খবর চোপড়া থানায় পৌঁছালে পুলিশ এসে ওই বাইক চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায় । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । বাইক চুরির