অমিতাভের শরীরে নতুন রোগ! রাতে ডাক্তার অমিতাভ বচ্চনের বাড়িতে। ফের কী হল বলিউডের শেহনশাহর ? চলতি মাসেই হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ ছবির শুটিং সেটে আহত হন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ছবির অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে পাঁজরে চোট লাগে অভিনেতার। চোট সারতে যে সময় লাগবে, নিজেই জানিয়েছিলেন অমিতাভ (Amitabh Bachchan )। তবে এ বার নতুন এক রোগ দেখা দিল তাঁর শরীরে। যার ফলে চলাফেরা প্রায় বন্ধ তাঁর। অবস্থা এমন যে, মাটিতে পা ফলতে পারছেন না। সম্প্রতি অভিনেতা (Amitabh Bachchan ) নিজের ব্লগে স্বাস্থ্যের হালহকিকত জানিয়ে লেখেন, পাঁজরের যন্ত্রণা ছিলই। পায়ের নীচে গুঁফো হয়েছে, অভিনেতার কথায়, ক্যালাস। যার ফলে অসহ্য যন্ত্রণা পোহাতে হচ্ছে তাঁকে।
আরও পড়ুন – হুমকি চিঠি পেলেন সলমন খান,এবার আর প্রাণে মারার হুমকি নয় মুখোমুখি দেখা…
তবে কী এই রোগ?
পায়ের পাতায় বা হাতের তালুর চামড়া শুষ্ক হয়ে গিয়ে কড়ার মতো দেখতে হয়ে যায়। যদিও রোগটা খুব জটিল না হলেও যন্ত্রণা হয় অসহ্য। অমিতাভের (Amitabh Bachchan ) ক্ষেত্রে এই ক্যালাসের ভিতরে ফোস্কা তৈরি হয়েছে, যার ফলে বেজায় কষ্ট পেতে হচ্ছে তাঁকে। অবস্থা এমন হয় যে, রাতেই বাড়িতে চিকিৎসক ডাকতে হয়। তবে এত যন্ত্রণার মধ্যেই আত্মবিশ্বাসী অমিতাভ (Amitabh Bachchan )। নিজের সমাজমাধ্যমের পাতায় লেখেন, ‘‘আপনাদের সকলের শুভেচ্ছার জন্য ধন্যাবাদ, খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠব, ফের র্যাম্পে দেখা হবে।’’ চলতি মাসেই হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ ছবির শুটিং সেটে আহত হন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan )। ছবির অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে পাঁজরে চোট লাগে অভিনেতার (Amitabh Bachchan )। চোট সারতে যে সময় লাগবে, নিজেই জানিয়েছিলেন অমিতাভ (Amitabh Bachchan )। তবে এ বার নতুন এক রোগ দেখা দিল তাঁর শরীরে। সম্প্রতি অভিনেতা (Amitabh Bachchan ) নিজের ব্লগে স্বাস্থ্যের হালহকিকত জানিয়ে লেখেন, পাঁজরের যন্ত্রণা ছিলই। পায়ের নীচে গুঁফো হয়েছে, অভিনেতার কথায়, ক্যালাস। যার ফলে অসহ্য যন্ত্রণা পোহাতে হচ্ছে তাঁকে।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )