প্রেমের প্রস্তাবে রাজী না হওযায় এক তরুণীর উপর অ্যাসিড হামলা। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার উত্তর ট্যাঙরাবেরিযায়। ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের। তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও আক্রান্তের পরিবার সুত্রে জানা গিয়েছে, আক্রান্ত বাগুইআটি এলাকায় ভাড়া থাকাকালীন তার সাথে পরিচয় হয় বাগুইআটির যুবক উজ্জ্বল কর্মকারের। আগে বাগুইআটি এলাকায় তার একটি সোনার দোকান ছিল। তবে বর্তমানে গাড়ি চালায় ওই অভিযুক্ত। জানা গিয়েছে, শুক্রবার সন্ধেবেলা অভিযুক্ত আক্রান্তের বাড়িতে আসে। জোর করে বাড়িতে ঢুকে পরে।
আরও পড়ুনঃ বিতর্ক এড়াতে এবার কালবিলম্ব না করে স্পিকারকে মন্ত্রী গ্রেফতারীর কথা জানালো ইডি
এরপর প্রথমে ওই তরুণীর মায়ের উপর হামলা চালায় অভিযুক্ত। তারপর তরুণীর শরীর লক্ষ্য করে তরল জাতীয় পদার্থ ছুঁড়ে মারে। যা অ্যাসিড বলে দাবী আক্রান্তের। এর ফলে তরুণী পিঠ, মুখ, পা সহ বিভিন্ন অংশ পুড়ে গিয়েছে। ঘটনার পর এলাকা থেকে চম্পট দেয় অভিযুক্ত।
আক্রান্তের দাবী, জোর করে সম্পর্ক করতে চেয়ে তার উপর এর আগেও হামলা চালায়। হুমকি দেওয়া হয়েছিল বারবার বলে অভিযোগ। এমনকি তার বাবা ও মাকেও খুন করার হুমকি দেয় ওই যুবক। সেই সময় অভিযুক্তের নামে থানায় অভিযোগ জানিয়েও হুমকির ভয়ে তা প্রত্যাহারও করেন আক্রান্ত। তিনি চান অভিযুক্তকে গ্রেফতার করা হোক ও তার যাতে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে প্রশাসন।
আগে বাগুইআটি এলাকায় তার একটি সোনার দোকান ছিল। তবে বর্তমানে গাড়ি চালায় ওই অভিযুক্ত। জানা গিয়েছে, শুক্রবার সন্ধেবেলা অভিযুক্ত আক্রান্তের বাড়িতে আসে। জোর করে বাড়িতে ঢুকে পরে। এরপর প্রথমে ওই তরুণীর মায়ের উপর হামলা চালায় অভিযুক্ত। তারপর তরুণীর শরীর লক্ষ্য করে তরল জাতীয় পদার্থ ছুঁড়ে মারে। যা অ্যাসিড বলে দাবী আক্রান্তের। এর ফলে তরুণী পিঠ, মুখ, পা সহ বিভিন্ন অংশ পুড়ে গিয়েছে। ঘটনার পর এলাকা থেকে চম্পট দেয় অভিযুক্ত।
আক্রান্তের দাবী, জোর করে সম্পর্ক করতে চেয়ে তার উপর এর আগেও হামলা চালায়। হুমকি দেওয়া হয়েছিল বারবার বলে অভিযোগ। এমনকি তার বাবা ও মাকেও খুন করার হুমকি দেয় ওই যুবক। সেই সময় অভিযুক্তের নামে থানায় অভিযোগ জানিয়েও হুমকির ভয়ে তা প্রত্যাহারও করেন আক্রান্ত। তিনি চান অভিযুক্তকে গ্রেফতার করা হোক ও তার যাতে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে প্রশাসন।