নরখাদক মা !ছেলেকে খুন করে মাথা রান্না করে খেল মা! পাঁচ বছরে সন্তানকে খুন করে, তার মাংস রান্না করে খেল মা। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে মিশরে। নরখাদক মা-কে গ্রেফতার করে চলছে বিচার প্রক্রিয়া। ঘটনাটি প্রকাশ্যে আসতেই হাড়হিম করা কাণ্ডে হতবাক সকলে। মিশরের প্রশাসন সূত্রে জানা গেছে অভিযুক্ত মহিলার নাম হানা মহম্মদ হাসান। বয়স প্রায় ২৯ বছর। ইচ্ছাকৃতভাবে একটি ধারালো অস্ত্র দিয়ে পাঁচ বছর বয়সী সন্তানকে সে আঘাত করে। মোট তিন বার আঘাত করেছিল বলে খবর।
পারিবারিক অশান্তির জেরে ভারী অস্ত্র দিয়ে লিভ ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে খুন করেছিল প্রেমিক আফতাব পুনাওয়ালা। এরপর প্রমাণ লোপাটের জন্য শ্রদ্ধার দেহ কয়েক টুকরো করেছিল সে। পরে দিল্লির একাধিক এলাকায় দেহের টুকরোগুলি ছড়িয়ে দিয়েছিল। যদিও শেষরক্ষা করতে পারেনি আফতাব। পুলিশ গ্রেফতার করে তাকে। বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দি সে।
আঘাতের জেরেই শিশুটির মৃত্যু হয়েছিল বলে জানিয়েছে মিশরীয় পুলিশ। প্রমাণ লোপাটের জন্য সন্তানের দেহ কয়েক টুকরো করে সে। এরপর সেগুলি পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। কিন্তু তার এই পরিকল্পনা কাজে লাগেনি। কারণ, পুরো ঘটনাটি দেখে ফেলেছিল মহিলার এক আত্মীয়। খবর দেওয়া হয় পুলিশকে। পুড়িয়ে ফেলার আগেই মিশরীয় পুলিশ গ্রেফতার করে।
এরপরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। মহিলাকে জেরায় উঠে এসেছে হাড়হিম করা তথ্য। প্রমাণ লোপাটের জন্য দেহ টুকরো করার পর, সন্তানের মাথা রান্না করে খেয়েছিল বলে জানায় সে। জেরায় ওই মহিলা আরও জানিয়েছে, চার বছর আগে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তার। তারপর থেকে সন্তানকে নিয়ে থাকত সে। ছেলের টানে প্রাক্তন স্বামী প্রায় আসত বলে পুলিশকে জানিয়েছে হানা মহম্মদ। আর প্রত্যেকবারই ছেলেকে তার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য হুমকি দিত। সেই সঙ্গে তাকেও প্রাক্তন স্বামী খুনের হুঁশিয়ারি দিয়েছিল বলে জানিয়েছে ওই মহিলা।
আরও পড়ুন – মঞ্চে মুখ থুবড়ে পড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই কপ্টারের দরজায় আঘাত পেলেন জো…
এরপরেই ছেলেকে চিরকালের জন্য নিজের কাছে রাখার জন্য খুনের পরিকল্পনা নেয় বলে তদন্তকারীদের জানিয়েছে নরখাদক মা। মহিলার এই যুক্তি শুনে হতবাক পুলিশও। তবে, মহিলা মানসিকভাবে সুস্থ বলে পুলিশের তরফে দাবি করা হয়েছে। মিশরের এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে নয়াদিল্লির আফতাব কাণ্ড। গত বছর নভেম্বর মাসে জানাজানি হলেও, ঘটনাটি ঘটেছিল মে মাসে।