আপাত স্বস্তিতে ইমরান! অন্তর্বতী জামিনের মেয়াদ বাড়ল,

FILE - Former Pakistan Prime Minister Imran Khan speaks during a news conference in Islamabad, April 23, 2022. Pakistan's elections oversight body ruled Tuesday, Aug. 2, 2022 that Khan accepted illegal donations for his political party from abroad. It's a key first step that could lead to a ban on Khan and his party from politics. (AP Photo/Rahmat Gul, File)

আপাত স্বস্তিতে ইমরান! অন্তর্বতী জামিনের মেয়াদ বাড়ল, কিছুটা স্বস্তি ইমরানের! প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) অন্তর্বতীকালীন জামিনের মেয়াদ বাড়ল। ৮টি মামলায় ইমরানের খানের (Pak Ex-PM) অন্তর্বতীকালীন জামিনের মেয়াদ ১৮ এপ্রিল পর্যন্ত বাড়াল ইসলামাবাদ হাইকোর্ট (Islamabad High Court)। বৃহস্পতিবারই এই রায় দিয়েছে আদালত। ফলে আপাতত খানিক স্বস্তি পেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) প্রধান ইমরান খান। একইসঙ্গে প্রতিটি শুনানিতে ইমরানের উপস্থিত না থাকার অনুরোধও মঞ্জুর করেছেন বিচারপতি।

 

 

 

 

 

 

প্রসঙ্গত, তোষাখানা দুর্নীতি সহ মোট ৯টি মামলা ঝুলছে PTI প্রধান ইমরান খানের মামলায়। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল। যা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে লাহোর। ইমরানকে গ্রেফতার করতে গেলে পুলিশের সঙ্গে পিটিআই কর্মী-সমর্থকদের খণ্ডযুদ্ধ বাধে। তারপর গত ১৮ মার্চ ও ২৭ মার্চ দু-দফায় ইমরানকে অন্তর্বতী জামিন দেয় লাহোর হাইকোর্ট। এদিন সেই অন্তর্বতী জামিনের মেয়াদ আরও কিছুদিন বাড়াল আদালত। অন্যদিকে, প্রতিটি শুনানিতে আদালতে হাজির হওয়া প্রসঙ্গে প্রাণ সংশয় অনুভব করছেন বলে ইমরান নিজে টুইট করেন। তাঁর সেই টুইটের প্রেক্ষিতেই এদিন আদালত প্রতিটি মামলার শুনানিতে আদালতে হাজির হওয়া থেকে ইমরানকে অব্যাহতি দিলেন বলে মনে করা হচ্ছে।

 

 

 

 

 

 

আদালত সূত্রে জানা গিয়েছে, এদিন ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খানের জামিনের মামলার শুনানি ছিল। সেই শুনানিতেই ইমরানের আইনজীবীর আবেদন মেনে PTI নেতার অন্তর্বতীকালীন জামিনের মেয়াদ বাড়ালেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুখ। তোষাখানা দুর্নীতি থেকে পুলিশের সঙ্গে PTI কর্মীদের সংঘর্ষ সহ মোট ৮টি মামলায় ইমরানের অন্তর্বতীকালীন জামিনের মেয়াদ ১৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

 

 

 

 

 

 

 

 

আরও পড়ুন –  ‘রাহুল গান্ধীই আধুনিক ভারতের মহাত্মা গান্ধী’,ব্যাখ্যা দিলেন কংগ্রেস নেতা

 

 

 

অন্যদিকে, ইমরানকে যাতে প্রতিটি শুনানিতে হাজির থাকতে না হয়, সে ব্যাপারে আদালতে আবেদন জানিয়েছিলেন ইমরানের আইনজীবী। তাঁর সেই আবেদন মেনে প্রতিটি শুনানিতে হাজির হওয়া থেকে ইমরানকে অব্যাহতি দিয়েছে ইসালামাবাদ হাইকোর্ট।