Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
মঙ্গলবার মধ্যরাতে আচমকা বৈষ্ণোদেবীর মন্দিরে যান শাহরুখ

‘জওয়ান’-এর ট্রেলার মুক্তির আগে আচমকা বৈষ্ণোদেবীর মন্দিরে শাহরুখ

‘জওয়ান’-এর ট্রেলার মুক্তির আগে আচমকা বৈষ্ণোদেবীর মন্দিরে শাহরুখ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘জওয়ান’-এর ট্রেলার মুক্তির আগে আচমকা বৈষ্ণোদেবীর মন্দিরে শাহরুখ , চেন্নাইতে যাচ্ছেন শাহরুখ। বহু দিন ধরে শাহরুখের ‘জওয়ান’ ছবির ট্রেলার মুক্তির অপেক্ষায় রয়েছেন শাহরুখ (Shah Rukh Khan)  অনুরাগীরা। শোনা যাচ্ছে চেন্নাইতেই আনুষ্ঠানিক ভাবে গোটা টিমের উপস্থিতিতে মুক্তি পাবে ‘জওয়ান’-এর ট্রেলার। তার জন্য প্রস্তুতিও চলছে। তবে তার আগে সোজা জম্মু গেলেন অভিনেতা। মঙ্গলবার মধ্যরাতে আচমকা বৈষ্ণোদেবীর মন্দিরে যান শাহরুখ (Shah Rukh Khan)। ‘পাঠান’ মুক্তির আগেও সেখানে দেবীর আশীর্বাদ নিতে গিয়েছিলেন তিনি। এ বারও তার অন্যথা হল না।

 

 

 

 

 

৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘জওয়ান’। তার আগে চেন্নাইয়ের শ্রী রাম ইঞ্জিনিয়ারিং কলেজে যাচ্ছেন শাহরুখ (Shah Rukh Khan)। বুধবার দুপুর তিনটে নাগাদ সেখানে হাজির হবেন অভিনেতা। সম্প্রতি টুইট (Tweet) করে অভিনেতা লেখেন, ‘‘নমস্কার চেন্নাই, আমি আসছি। শ্রী রাম ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলে-মেয়েরা তোমরা তৈরি তো? আমি উদগ্রীব তোমাদের সঙ্গে দেখা করতে। তোমাদের জন্য তা থাইয়া করতে পারি, যদি তোমরা চাও। দেখা হচ্ছে দুপুর ৩টের সময়।’’

‘পাঠান’ মুক্তির আগে বৈষ্ণোদেবীর মন্দিরে যান শাহরুখ (Shah Rukh Khan)। হিন্দি সিনেমার ইতিহাসে নজির গড়ে এই ছবি। এ বার ‘জওয়ান’ মুক্তির আগে ফের দেবীদর্শন।

 

 

 

আরও পড়ুন – কন্ডাক্টরি করে পেট চলত রজনীকান্তের, হঠাৎই বাস ডিপোয় পৌঁছে যান, মাটি ছুঁয়ে…

 

 

 

 

পরনে ঢিলে ঢালা প্যান্ট, ছাই রঙা টিশার্ট, নীল রঙের জ্যাকেট ও মাথা ঢাকা টুপি পরিহিত বাদশা মুখ ঢেকেছেন মাস্কে। চারপাশে নিরাপত্তার কড়া বলয়, চেনার জো নেই। তবে শাহরুখ (Shah Rukh Khan) যাবেন, আর সেই খবর ছড়াবে না, তা কি হয়! অভিনেতার মন্দিরে প্রবেশের ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমের পাতায়। বেশ কিছু ক্ষণ মন্দিরে ছিলেন। তার পরই বুধবার ভোর ভোর সেখান থেকে বেরিয়ে যান শাহরুখ (Shah Rukh Khan)।

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন  Facebook পেজ এবং YouTube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top