মহাশিবরাত্রির আগে কেউ যদি এই স্বপ্ন গুলো দেখে থাকেন তাহলে আপনার জীবন ধন্য! সম্পত্তি ও সম্মান, সব পাবেন একসঙ্গে

মহাশিবরাত্রির আগে কেউ যদি এই স্বপ্ন গুলো দেখে থাকেন তাহলে আপনার জীবন ধন্য! সম্পত্তি ও সম্মান, সব পাবেন একসঙ্গে, মহাশিবরাত্রিতে ভগবান শিবকে খুশি করার জন্য অনেক উপায় রয়েছে। পাশাপাশি বিশ্বাস করা হয়, মহাশিবরাত্রির আগে কেউ যদি স্বপ্নে শিব সম্পর্কিত কিছু বিশেষ জিনিস দেখেন তবে তা অত্যন্ত শুভ হয়।
হিন্দু পঞ্জিকা অনুসারে, প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব (Mahashivratri 2023) পালিত হয়। মহাশিবরাত্রির শুভ উপলক্ষ্যে, ভগবান শিবের (Lord Shiva) আশীর্বাদ পেতে, বেশ কিছু রীতি-রেওয়াজ ও নিয়ম মেনে পুজো করা হয়। এবার মহাশিবরাত্রি উৎসব পালিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। পৌরাণিক বিশ্বাস অনুসারে, ভগবান ভোলেনাথকে পাওয়ার জন্য দেবী পার্বতী (Goddess Parvati) কঠিন তপস্যা করেছিলেন। আর সেই তপস্যা তুষ্ট হোন মহাদেব। প্রথমে নারাজ থাকলেও পরে পাবর্তীর প্রেমে সাড়া দেন। এই তিথিতেই পার্বতীকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন। মহাশিবরাত্রিতে ভগবান শিবকে খুশি করার জন্য অনেক উপায় রয়েছে। পাশাপাশি বিশ্বাস করা হয়, মহাশিবরাত্রির আগে কেউ যদি স্বপ্নে শিব সম্পর্কিত কিছু বিশেষ জিনিস দেখেন তবে তা অত্যন্ত শুভ হয়।

 

বিল্বপত্র ও রুদ্রাক্ষ

বিল্বপত্রের মতো রুদ্রাক্ষও শিবের খুব প্রিয়। রুদ্রাক্ষকে শিবের অবতার বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে মহাশিবরাত্রির আগে যদি কোনও ব্যক্তির স্বপ্নে রুদ্রাক্ষ দেখা যায়, তবে এই স্বপ্নটিও শুভ বলে মনে করা হয়। এই স্বপ্নের অর্থ হল সেই মুহূর্ত থেকে জীবনে চলা নানা সমস্যার অবসান ঘটতে চলেছে। বাজে প্রভাব থেকে মুক্তি পেতে পারেন। অন্যদিকে, মহাশিবরাত্রির প্রথম স্বপ্নে যদি কোনও ব্যক্তি কালো শিবলিঙ্গ দেখেন, তাহলে ব্যবসায় ভাল লাভ ও চাকরিতে উন্নতির লক্ষণ দেখতে পারেন।

মহাশিবরাত্রির আগে, স্বপ্নে ভগবান শিবের সঙ্গে পার্বতীকে বা ভগবান গণেশকে দেখেন না শিবের গোটা পরিবারকে দেখেন, তাহলে বোঝা যায় যে আপনার পরিবার ভগবান শিবের সঙ্গে দেবী পার্বতী, উভয়ের আশীর্বাদপ্রাপ্ত। এমন অলৌকিক স্বপ্ন দেখলে পরিবারে সুখ-সমৃদ্ধি ও দাম্পত্য জীবনে সুখের আগমনের লক্ষ্য করা যায়।নাগদেবতা শিবের অলংকার। মহাশিবরাত্রির আগে যদি কোনও ব্যক্তির স্বপ্নে সাপ দেখা যায়, সেটাও শুভ বলে গণ্য করা হয়। জীবনে ধন-সম্পদ বৃদ্ধির লক্ষণ।

আরও পড়ুন –  সারনা ধর্ম কোড চালুর দাবিতে আদিবাসীদের জেলায় জেলায় রেল অবরোধ

স্বপ্নে শিবলিঙ্গ দেখা শুভ

স্বপ্ন শাস্ত্র অনুসারে, মহাশিবরাত্রি উৎসবের আগে যদি স্বপ্নে কেউ বাড়ির কাছে নির্মিত শিব মন্দিরে শিবলিঙ্গকে পবিত্র করতে দেখেন, তবে তা শুভ লক্ষণ বলে বিবেচিত হয়। এমন শুভ স্বপ্ন নিয়ে ভোলনাথ শীঘ্রই ভক্তের সমস্ত কষ্ট দূর করে। এছাড়া ভক্ত ও ভক্তের পরিবারকে আশীর্বাদ করেন। ফাল্গুন মাসের শিবরাত্রির আগে যদি স্বপ্নে বেলপত্র দেখা যায় বা স্বপ্নে বেল গাছ সম্পর্কিত কোনও স্বপ্ন দেখা যায়, তবে তাও শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। ভগবান শিব ভক্তের প্রতি সদয় হয় ও আশীর্বাদ প্রদান করেন।