শাহরুখকে একবার দেখার অপেক্ষায় মেকআপ রুমে ৮ ঘণ্টা কাটিয়ে অবশেষে গ্রেফতার দুই যুবক,বলিউড কিং (Shah Rukh Khan) খান বলতে অনেকেই অজ্ঞান। তাঁকে এক পলক দেখতে মন্নতের সামনে ভিড় হয় চোখে পড়ার মতো। আর সেই পঞ্চাশোর্ধ্ব তারকার বাড়িতেই নাকি রাত কাটালেন দুই যুবক। তবে এই রাত্রি যাপন শেষ পর্যন্ত খুব একটা সুখকর হল না। শেষে পুলিশের জালে ধরা পড়তে হল দুই যুবককে। মন্নতের বাইরে থেকে শাহরুখকে দেখায় মন ভরত না তাঁদের। তাই দেওয়াল টপকে সরাসরি বলি তারকার বাংলোয় প্রবেশ করেন তাঁরা। তারপর শাহরুখকে একবার দেখার অপেক্ষায় তারকার মেকআপ রুমেই ঠায় ৮ ঘণ্টা ঘাপটি মেরে থাকেন দুই যুবক। পরের দিন সকালে ধরা পড়ে যান তাঁরা। নিজের বাংলোয় দুই অপরিচিত যুবকদের দেখে রীতিমতো অবাকও হয়েছিলেন শাহরুখ। এই অবৈধ প্রবেশের ঘটনায় গত সপ্তাহেই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, খানের সঙ্গে দেখা করার জন্য মন্নতের তিনতলায় মেকআপ রুমে আট ঘণ্টা অপেক্ষা করে অভিযক্তরা। তাঁরা রাত ৩ টের সময় বাড়িতে প্রবেশ করে এবং সকাল সাড়ে ১০ টায় তাঁদের দেখা যায়। শাহরুখের বাংলোর ম্যানেজার কোল্লিন ডিসুজা পুলিশকে জানিয়েছেন, গত ২ ফেব্রুয়ারি তাঁকে সকাল ১১ টায় নিরাপত্তারক্ষীরা ফোন করে জানান যে দুই ব্যক্তি কোনওভাবে বাংলোর ভিতরে প্রবেশ করেছে। এফআইআর অনুযায়ী, সতীশ নামের এক কর্মী প্রথম তাঁদের দেখতে পান। তারপর তাঁদের মেকআপ রুম থেকে বারান্দায় নিয়ে আসেন তিনি। এফআইআর এ উল্লেখ রয়েছে, “অপরিচিত ব্যক্তিদের দেখে অবাক হয়ে যান শাহরুখ খান। তারপর মন্নতের নিরাপত্তারক্ষীরা বান্দ্রা পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করেন।” পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে দুই অভিযুক্ত বলেন, শাহরুখ খানকে দেখতে তাঁরা গুজরাট থেকে এসেছেন।
আরও পড়ুন – কেষ্টকে জেরায় এবার বিশেষ দল গড়ল ইডি, বিচারকের নির্দেশ তিন দিনের জন্য…
পাঠান সাহিল সালিম খান ও রাম সরফ কুশওয়াহা নামে দুই যুবকই শাহরুখের মেকআপ রুমে প্রবেশ করেন বলে জানা গিয়েছে। নিজেদের গুজরাটের ভারুচের বাসিন্দা বলে দাবি করেছেন তাঁরা। পাঠানের অভিনেতাকে একবার সামনাসামনি দেখার জন্যই তাঁরা শাহরুখের বাসভবনে প্রবেশ করে বলেও জানিয়েছেন। তাঁদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশ এবং ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে এবং এখনও চলছে সেই তদন্ত প্রক্রিয়া।