Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
পেঁয়াজের দাম একশো ছুঁই ছুঁই, অস্বাভাবিক বাজারদরে লাগাম টানতে পথে নামলো টাস্কফোর্স - Shine TV 24×7

পেঁয়াজের দাম একশো ছুঁই ছুঁই, অস্বাভাবিক বাজারদরে লাগাম টানতে পথে নামলো টাস্কফোর্স

পেঁয়াজের দাম একশো ছুঁই ছুঁই, অস্বাভাবিক বাজারদরে লাগাম টানতে পথে নামলো টাস্কফোর্স

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পেঁয়াজের দাম একশো ছুঁই ছুঁই, অস্বাভাবিক বাজারদরে লাগাম টানতে পথে নামলো টাস্কফোর্স। নাগেরবাজার, বাগুইআটি সহ বিভিন্ন বাজারের হানা।


পেঁয়াজের ঝাঁজের বদলে বৃদ্ধি পাচ্ছে দামের আর তার জেরেই মধ্যবিত্তের চোখ জল দেখা দিচ্ছে। এমতাবস্থায় পথে নামল পশ্চিমবঙ্গ টাস্কফোর্স। স্থানীয় থানাকে সঙ্গে নিয়ে বাজারে বাজারে অভিযান চালালো রাজ্যের টাস্কফোর্স। টাস্কফোর্সের তরফে বৃহস্পতিবার সকাল সকাল উত্তর শহরতলির বিভিন্ন বাজারে হানা দেওয়া হয়। সেখানে হানা দিয়ে দোকানে দোকানে ঘুরে পেঁয়াজ সহ আলু, আদা, রসুন দোকানদাররা কত দাম কিনছে কত দামে বিক্রি করছে তার খোঁজ নেন। পাশাপাশি সব্জী কত বিক্রি হচ্ছে তাও জানতে চান তারা। এদিন সকালেই টাস্কফোর্সের সদস্যরা পৌঁছে যান দমদম নাগেরবাজারে। সেখানকার বাজারে হানা দিয়ে মূলত পেঁয়াজের দাম জানার চেষ্টা করেন। তার সাথেই আলু আদা রসুন ও বাকি সব্জির দামের খোঁজ নেন তারা। এরপরেই তারা হানা দেন বাগুইআটি বাজারে। সেখানেও পেঁয়াজ থেকে শুরু করে সমস্ত সব্জির দামের খোঁজ নেন তারা। এদিন টাস্কফোর্সের সদস্যরা জানান, মহারাষ্ট্র রাজস্থানের পেঁয়াজের উপরে ভরসা করতে হয়। সেই পেঁয়াজের উপর কেন্দ্রীয় সরকার অতিরিক্ত রপ্তানি কর বসানো ওই অঞ্চলের ব্যবসায়ীরা ধর্মঘট করছে তার ফলে একটা সঙ্কট তৈরি হয়েছে। যা আগামী দশ পনেরো দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কেন্দ্রীয় সরকার রাজ্যের সাথে বঞ্চনা করছে। দিল্লিতে কেন্দ্রীয় সরকারের যে কোঅপারেটিভ সংস্থা ও আরও একটি সংস্থা রিটেলে বিক্রি করছে ৩০ টাকায় কিন্তু এখানে বিক্রি করছে ৫০ টাকায়, এটা হওয়া উচিত না। আমরা বিষয়টি মুখ্য সচিব ও সরকারের অন্যান্য আমলাদের জানাবো তার যেন কেন্দ্রীয় সরকারের খাদ্য দফতরের সঙ্গে কথা বলতে। প্রাইভেট পেঁয়াজ নেই, সবই সরকারি পেঁয়াজ। সেই পেঁয়াজ ৫০টাকায় কিনে রিটেল মার্কেটে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু কিছু কিছু জায়গায় পেঁয়াজ ১০০ টাকাতে বিক্রি হচ্ছে। এটা হওয়া উচিৎ না। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শহরের পাশাপাশি জেলাতেও অভিযান চলবে

পেঁয়াজের দাম একশো ছুঁই ছুঁই, অস্বাভাবিক বাজারদরে লাগাম টানতে পথে নামলো টাস্কফোর্স

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top