কলকাতা – রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের উপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সল্টলেকে। শনিবার রাত আটটা নাগাদ প্রাক্তন মন্ত্রীর সল্টলেকের বাড়িতে ঢুকে এক যুবক আচমকা তাঁকে আক্রমণ করেন। জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ, ওই যুবক তাঁর পিছনে পিছনে বাড়িতে ঢুকে পেটে ঘুষি মারে। তাঁর চিৎকার শুনে নিরাপত্তারক্ষীরা দৌড়ে এসে হামলাকারীকে আটক করেন এবং পরে পুলিশ তাঁকে হেফাজতে নেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম অভিষেক দাস। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার হাবরায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন এবং নীলরতন সরকার হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই যুবকের পরিবারকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে।
সূত্রের খবর, অভিষেক দাস কাউন্সিলর হতে চাওয়ার ইচ্ছে প্রকাশ করে প্রাক্তন মন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। সেই কারণেই নাকি তিনি সল্টলেকের বাড়িতে গিয়েছিলেন। তবে জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, “দেখে মনে হল ছেলেটি নেশাগ্রস্ত ছিল। দুপুর থেকেই আমার বাড়িতে রেকি করছিল। বাড়ির কর্মচারীদের কাছে বারবার আমার খোঁজ নিচ্ছিল। রাত আটটা নাগাদ আমি বাড়িতে ঢুকতেই পিছন পিছন ঢুকে পড়ে। প্রথমে ভেবেছিলাম, দেখা করতে এসেছে। হঠাৎ করেই পেটে ঘুষি মারে, মনে হল কেউ পাথর ছুঁড়েছে।”
ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠলেও প্রাক্তন মন্ত্রী জানিয়েছেন, তিনি নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট। তবে কীভাবে ওই যুবক কোনও বাধা ছাড়াই বাড়ির ভিতরে ঢুকে পড়ল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।




















