বাগানের আম মহিষ খেয়ে নেওয়ায় মহিষ মালিককে বেধরক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করলো বাগানের যোগানদারের দিকে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার ফুলবাড়িয়া গ্রামে। ঘটনায় আহত ব্যক্তি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে,আহতর নাম বাচ্চু ঘোষ। রবিবার মহিষ নিয়ে সে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলো। সেই সময় বাগানের পাশে বেশ কয়েকজন যুবক মদ্য পান করছিলো। তারা হঠাৎ মহিষগুলিকে আমের বাগানে ঢুকিয়ে দেয়। এরপর বাগানের বেশ কিছু আম খেয়ে নেয়। ঘটনা দেখতে পেয়ে বাগান জোগানদার পথ আটকায় ও বেধরক মারধর শুরু করে। অভিযোগ সেই সময় তাকে হাঁসুয়া দিয়ে খুনের চেষ্টা করে। এতে তার মাথায় গুরুত্বর আঘাত লাগে। অন্যান্যদের তৎপরতায় তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেছে ইংরেজবাজার থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও অভিযুক্ত যোগানদারের নাম পরিচয় জানা যায়নি।
Dear immortals, I need some wow gold inspiration to create.
You have mentioned very interesting points! ps nice internet site.Money from blog