বিনোদন – সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ সক্রিয় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। যদিও ইদানীং অভিনয় থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছেন, তবে নিজের ব্যক্তিগত মুহূর্তগুলি ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভোলেন না তিনি। কিন্তু গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছিল না কাঞ্চন মল্লিকের স্ত্রীকে। ভক্তরা ভেবেছিলেন, হয়তো ব্যস্ততার কারণে অনুপস্থিত। আসলে তা নয়, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন শ্রীময়ী। সেই খবর নিজেই ভিডিও বার্তায় জানালেন তিনি।
আসন্ন ২ নভেম্বর এক বছরে পা দেবে কাঞ্চন-শ্রীময়ীর কন্যা কৃষভি। কিন্তু মেয়ের জন্মদিনের আগেই শারীরিক অসুস্থতায় ভুগতে শুরু করেন অভিনেত্রী। শ্রীময়ীর কথায়, নৈহাটিতে শ্যুটিং করতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে অন্ধকার দেখতে পান। তখনই রক্তচাপ নেমে যায়। পেটের সমস্যাও বাড়তে থাকে। দুর্গাপুজোর পর থেকে অনিয়মিত খাওয়া-দাওয়া ও অতিরিক্ত কাজের চাপেই এই অসুস্থতা বলে জানান তিনি।
সে সময় কাঞ্চন মল্লিক ছিলেন ‘প্রজাপতি ২’-এর শ্যুটিংয়ে। খবর পেয়ে তিনি ফোনে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন। শ্রীময়ী নিজেই একা হাসপাতালে ভর্তি হন বাইপাসের ধারের এক বেসরকারি মেডিক্যালে। গত ২৮ অক্টোবর থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসকদের মতে, রক্তচাপের পতন, গ্যাসট্রিক, বুকের সংক্রমণ এবং হালকা জ্বর মিলেই শরীরে দুর্বলতা তৈরি হয়েছিল।
হাসপাতালে কয়েকদিন চিকিৎসার পর শ্রীময়ী বর্তমানে অনেকটাই সুস্থ। নিজেই ভিডিও বার্তায় ভক্তদের আশ্বস্ত করেছেন। জানিয়েছেন, এখন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি এবং বিশ্রাম নিচ্ছেন। দুর্গাপুজো ও কালীপুজোর ব্যস্ততা পেরিয়ে আপাতত সুস্থ জীবনে ফিরতে চাইছেন অভিনেত্রী।




















