Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
ওড়িশায় টাটা স্টিল কারখানায় দুর্ঘটনা!

ওড়িশায় টাটা স্টিল কারখানায় দুর্ঘটনা! স্টিম পাইপ ফেটে ঝলসে গেলেন ১৮ কর্মী,

ওড়িশায় টাটা স্টিল কারখানায় দুর্ঘটনা! স্টিম পাইপ ফেটে ঝলসে গেলেন ১৮ কর্মী,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ওড়িশায় টাটা স্টিল কারখানায় দুর্ঘটনা!স্টিম পাইপ ফেটে ঝলসে গেলেন ১৮ কর্মী,ওড়িশার ঢেঙ্কানালে টিটা স্টিলের পাওয়ার প্ল্যান্ট থেকে স্টিম লিকের ঘটনায় জখম হলেন ১৮ জন কর্মী।আহতদের অধিকাংশের দেহ অর্ধেক পুড়ে গেছে বলে জানা গেছে।এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।জখম কর্মীরা কটকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

 

 

 

টাটা থেকে সংস্থার বিশেষ চিকিৎসকদের একটি দল কটকে পৌঁছায়।বিশেষ চিকিৎসকদের নজরদারিতে জখম কর্মীদের রাখা হয়েছে বলে খবর।টাটা কর্তৃপক্ষ জানিয়েছেন,বাষ্প লিকের ঘটনায় ১৮ জন শ্রমিক জখন হন।কিন্তু ঘটনাস্থলে উপস্থিত একজন ব্যক্তি জখমদের দেখে আতঙ্কিত হয়ে পড়েন।অসুস্থ বোধ করায়,তিনিও কটকের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।তবে,ওই ব্যক্তি বর্তমানে সুস্থ আছেন।শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলেও এক বিবৃতি দিয়ে জানিয়েছেন টাটা স্টিল কর্তৃপক্ষ।

 

 

 

ঢেঙ্কানালের মেরামণ্ডলি পাওয়ার প্ল্যান্ট থেকে স্টিম লিকের জেরে কর্মী জখমের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন টাটা স্টিল কর্তৃরক্ষ।এ সম্পর্কে সংস্থার তরফে একটি বিবৃতিও দেওয়া হয়েছে।কী করে এই দুর্ঘটনা,তার কারণ অনুসন্ধানে টাটা স্টিলের তরফে আভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়ায় হয়েছে।

 

 

 

শীর্ষ আধিকারিকদের একটি দল ঘটনাস্থলে পৌঁচেছে পরিস্থিতি খতিয়ে দেখতে।কর্মীদের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে দলটি।প্রসঙ্গত,কয়েকদিন আগে ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে।জখম হন হাজারের কাছাকাছি যাত্রী।সেই আতঙ্কের মধ্যে এবার ঢেঙ্কানালে টাটা স্টিলের কারখানা থেকে স্টিম লিকের ঘটনা ঘটল।

 

 

 

 

জানা গেছে,মঙ্গলবার হঠাৎ টাটা স্টিলের মেরামণ্ডলির প্ল্যান্ট থেকে স্টিম লিক হয়।সেই সময় বহু শ্রমিক সেখানে কাজ করছিলেন।পাইপ দিয়ে প্রবল বেগে স্টিম বের হওয়ায়,অন্তত পক্ষে ১৮ জন শ্রমিক জলসে যায়।সঙ্গে সঙ্গে আহতদের স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায়,পরে কটকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালের তরফে জানানো হয়েছে,দগ্ধ শ্রমিকদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।বাকিদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে তারা।

 

 

আরও পড়ুন –  ‘রাজু ঝা খুনের সঙ্গে কয়লা পাচারের গভীর যোগ’, সিবিআই তদন্তের নির্দেশ,

 

 

 

মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে,পাওয়ার প্ল্যাটে বাস্প লিকের ঘটনায় জখমদের মধ্যে ৬ জনের শরীর ৪০ শতাংশ পুড়ে গেছে। ৭০ শতাংশের বেশি পুড়েছে এমন ২ জনকেই আইসিইউতে রাখা হয়েছে। এদিকে, ঢেঙ্কানলের প্ল্যাটে বাস্প লিকে ১৮ জন কর্মী জলসে যাওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে টাটা স্টিল কর্তৃপক্ষ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top