Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
মার্কিন সফর শেষে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

গত ২২ জুন মার্কিন সফর শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

গত ২২ জুন মার্কিন সফর শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

চুরি যাওয়া দুষ্প্রাপ্য বস্তু ফিরিয়ে দেবে মার্কিন সরকার’, সফর শেষে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর , একাধিক চুক্তি, বিনিয়োগ। মার্কিন সফরে গিয়ে ভারতের জন্য ঝুলি ভর্তি উপহার আনছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। সফর শেষেও বড় ঘোষণা করলেন তিনি। শুক্রবার মার্কিন সফরের শেষদিনে অনাবাসী ভারতীয়দের (Indian Diaspora) সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি ঘোষণা করেন যে মার্কিন সরকার ১০০টিরও বেশি চুরি হওয়া দুষ্প্রাপ্য বস্তু (Antiques) ভারতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।প্রধানমন্ত্রী এই ঘোষণা করতেই হাততালিতে মুখরিত হয় সভাকক্ষ।

 

 

 

 

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,“মার্কিন সরকার ১০০টিরও বেশি দুষ্প্রাপ্য বস্তু ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে,যা একসময়ে আমাদের কাছ থেকেই চুরি হয়ে গিয়েছিল।এই সমস্ত দুষ্প্রাপ্য বস্তু আন্তর্জাতিক বাজারে বিক্রি করার চেষ্টা করা হয়েছিল।এই সিদ্ধান্তে আমি খুব খুশি।মার্কিন সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সিদ্ধান্তের জন্য।”

 

 

 

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন,“ভারতের এই দুষ্প্রাপ্য় বস্তুগুলি সোজা বা ভুল পথে আন্তর্জাতিক বাজারে পৌঁছেছিল।কিন্তু মার্কিন সরকারের ভারতকে এই দুষ্প্রাপ্য বস্তুগুলি ফেরত দেওয়ার সিদ্ধান্ত দুই দেশের মধ্যে যে আত্মিক সম্পর্ক রয়েছে,তাই প্রকাশ করেছে।”

 

 

 

কেন্দ্রীয় সরকারের তরফেও বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে,“বহু দশক ধরে বহুমূল্য দুষ্প্রাপ্য প্রত্নতাত্ত্বিক বস্তু,যার অধিকাংশেরই গভীর সাংস্কৃতিক ও ধর্মীয় তাৎপর্য রয়েছে,তা চুরি হয়ে গিয়েছে এবং বিদেশে পাচার করে দেওয়া হয়েছে।ভারত সরকারের তরফে এই সমস্ত ভারতীয় প্রত্নতাত্ত্বিক বস্তু দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।”

 

 

 

ভারত থেকে চুরি যাওয়া বহু দুষ্প্রাপ্য় প্রত্নতাত্ত্বিক বস্তুর মধ্যে ২৫১টি বস্তু ইতিমধ্য়েই ফিরিয়ে আনা হয়েছে।যার মধ্য়ে ২৩৮টি বস্তুই ২০১৪ সালের পর দেশে ফিরিয়ে আনা হয়েছে।২০২২ সালেও মার্কিন প্রশাসন ৩০৭টি চুরি যাওয়া দুষ্প্রাপ্য বস্তু ভারতকে ফিরিয়ে দেয়।

 

 

 

আরও পড়ুন –  ‘প্রেগন্যান্ট ম্যান’ , পুরুষ’-এর পেট কেটে চমকে যান চিকিৎসকেরা,

 

 

 

 

গত ২২ জুন মার্কিন সফর শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এটিই তাঁর প্রথম অফিসিয়াল স্টেট ভিজিট।তিনদিনের এই সফরে তিনি যেমন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজিত স্টেট ডিনারে যোগ দেন,তেমনই মার্কিন কংগ্রেসেও বক্তব্য় রাখেন। দেখা করেন ইলন মাস্ক,জেফ বেজোসের মতো তাবড় তাবড় শিল্পপতিদের সঙ্গেও।সফরের শেষ দিনে তিনি ওয়াশিংটনের রোনাল্ড রিগান সেন্টারে অনাবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top