কোটিপতি ফুটবলারের প্রেমে নোরা ফতেহি? ডান্সিং কুইনের ডেটিং গুজবে তোলপাড় নেটদুনিয়া

কোটিপতি ফুটবলারের প্রেমে নোরা ফতেহি? ডান্সিং কুইনের ডেটিং গুজবে তোলপাড় নেটদুনিয়া

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – লাখ লাখ পুরুষের হৃদয় ভেঙে নাকি কোটিপতি এক ফুটবলারের প্রেমে পড়েছেন বলিউডের ডান্সিং কুইন নোরা ফতেহি। তারকাদের প্রেমের খবর মানেই বাড়তি কৌতূহল, আর নোরার মতো জনপ্রিয় ডিভার নাম জড়ালে উত্তেজনা আরও কয়েকগুণ বেড়ে যায়। কে নতুন সম্পর্কে জড়ালেন, কে আবার বিচ্ছেদে—এই সব খবর জানতেই সোশ্যাল মিডিয়ায় চোখ রাখেন নেটিজেনরা। আর এবার নোরার ডেটিংয়ের খবরে কার্যত চমকে উঠেছেন তাঁর ভক্তরা।
নোরা ফতেহির সৌন্দর্য, ফিগার আর নাচের স্টেপ বহুদিন ধরেই ভক্তদের ঘুম কেড়ে নিয়েছে। সেই নোরার প্রেমের খবর স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রে। একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, নোরা নাকি একজন জনপ্রিয় ফুটবলারের সঙ্গে ডেটিং করছেন। অভিনেত্রী সম্প্রতি AFCON 2025 ম্যাচ দেখার জন্য মরক্কো গিয়েছিলেন। তবে খবর বলছে, শুধুমাত্র খেলা দেখার জন্য নয়, বরং প্রেমের টানেই নাকি সেখানে পাড়ি দিয়েছিলেন তিনি।
সূত্রের দাবি, যে ম্যাচ দেখতে নোরা গিয়েছিলেন, সেই ম্যাচের অন্যতম খেলোয়াড়ই তাঁর কথিত প্রেমিক। শুধু তাই নয়, ওই ফুটবলারের সঙ্গে নোরাকে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে। প্রথমে দুবাইতে এবং পরে মরক্কোতে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই ডেটিংয়ের গুজব আরও জোরালো হয়েছে।
যদিও এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি নোরা কিংবা সেই ফুটবলার—কেউই। সূত্রমতে, নিজের কেরিয়ারের কথা মাথায় রেখেই এই সম্পর্ক আপাতত গোপন রাখছেন অভিনেত্রী। সেই ফুটবলার ঠিক কে, তাঁর পরিচয় এখনও সামনে আসেনি। নোরা নিজেও ডেটিং গুজব নিয়ে সম্পূর্ণ নীরবতা বজায় রেখেছেন।
তবে নোরা ফতেহির প্রেম নিয়ে চর্চা এই প্রথম নয়। এর আগেও একাধিক অভিনেতা ও গায়কের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। যদিও প্রতিবারই তিনি কোনও সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করা থেকে বিরত থেকেছেন। এবারও তাই কি হবে? নাকি শিগগিরই প্রকাশ্যে আসবে কোটিপতি ফুটবলারের পরিচয়—সেই অপেক্ষাতেই ভক্তরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top