নৈহাটি আম্রপল্লি এলাকায় তৃনমুল কর্মীর বাড়িতে বোমাবাজি

নৈহাটি আম্রপল্লি এলাকায় তৃনমুল কর্মীর বাড়িতে বোমাবাজি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,নৈহাটি ,৩০ শে এপ্রিল :নৈহাটি আম্রপল্লি এলাকায় তৃনমুল কর্মীর বাড়িতে বোমা বাজি।দুই রাউন্ড গুলি চলে বলে অভিযোগ ভুক্তভোগী বাসিন্দাদের। বোমাবাজিতে আতংকিত এলাকাবাসী।
ভুক্তভোগী বিমল দাস @ ভীম এর অভিযোগ হঠাৎ বোমের আওয়াজ এ কেপে ওঠে বাড়ি ঘর। এরপরে আতংকিত হয়ে চেচামেচি করতেই দুস্কৃতিরা পালিয়ে যায়। দুস্কৃতিরা মুখে রুমাল বেধে এসেছিলো বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। তবে ভুক্তভোগী বিমল দাস ও নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় এর অভিযোগ দুকৃতিরা সবাই বিজেপীর কমি’। তাই বেছে বেছে তৃনমুল কমি’দের আক্রমণ করছে।বেশির ভাগই গভীর রাত্রে আক্রমণ করছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top