
নিজস্ব সংবাদদাতা,বাসন্তী,১৪ ই জুন: বাসন্তী দক্ষিণ ২৪ পরগণা পূর্ব জেলা বিজেপির এক মহিলা নেত্রীকে বেধড়ক মারধোরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি নেত্রীর নাম রিঙ্কু সরদার। রিঙ্কুকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে গুরুতর জখম হন তার ভাই পিন্টু সরদারও। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী থানার উত্তর মোকামবেরিয়া গ্রামে। অভিযোগ এলাকায় বিজেপি দল করার অপরাধে রিঙ্কুদের জমি দখলের চেষ্টা করছিল স্থানীয় তৃণমূল কর্মীরা। আর তাতে বাধা দিতে গিয়েই আক্রান্ত হন এই দুই বিজেপি কর্মী। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় তৃণমূল কর্মী যতীন সরদার, কার্ত্তিক সরদার, অনন্ত হালদার সহ তাদের অনুগামীরা।



















