ধারাবাহিক ‘মহাভারত’এর টাইটেল সং গেয়ে প্রশংসিত মুসলিম নাগরিক

ধারাবাহিক ‘মহাভারত’এর টাইটেল সং গেয়ে প্রশংসিত মুসলিম নাগরিক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ধারাবাহিক

ধারাবাহিক ‘মহাভারত’এর টাইটেল সং গেয়ে প্রশংসিত মুসলিম নাগরিক। ৮০ ও ৯০ শতকের মাঝামাঝি সময়ে মেগা ধারাবাহিক ‘মহাভারত’ দেখতে টেলিভিশনের সামনে হামলে পড়তো শিশু থেকে বয়স্করা। রবিবার সকাল হলেই অধীর আগ্রহে অপেক্ষা করতো কখন শুরু হবে হিন্দু মহাকাব্যের ভিত্তি করে নির্মিত এই ধারাবাহিক। ঘড়ির কাঁটা দশটা বাজতেই ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল দুরদর্শনের পর্দায় বেজে উঠতো মহাভারতের ‘টাইটেল সং’ মহাভারত কথা…।

 

পরিচালক বি.আর.চোপরার ওই ধারাবাহিকটিতে টাইটেল সং’টি গেয়েছিলেন গায়ক মহেন্দ্র কাপুর। কিন্তু একবিংশ শতাব্দীতে এসেও সমান জনপ্রিয় ওই গানটি। এখনও অনেকের গলাতেও গুন গুন স্বরে শোনা যায় ধারাবাহিকের ওই ‘টাইটেল সং’। এমনকি অনেককে মোবাইলের কলার টিউন হিসাবে এই ‘টাইটেল সং’-কে ব্যবহার করতে দেখা গেছে অনেককে।

 

আর এবার নিখুঁত ভাবে ‘মহাভারত’ ধারাবাহিকের ‘টাইটেল সং’ গেয়ে অসংখ্য মানুষের মন ছুঁয়েছেন এক মুসলিম নাগরিক।

 

সম্প্রতি এক ভিডিও সামনে এসেছে যেখানে দেখা গেছে বয়স্ক ওই মুসলিম নাগরিক অসাধারণ ভঙ্গিমায় এবং অবলীলায় ‘মহাভারত কথা…’ গেয়ে চলেছেন। ১ মিনিট ৯ সেকেন্ডের ওই ভিডিওটি পোস্ট করেছেন ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এস.ওয়াই কুরেশি। ক্যাপশন ‘বিটিং দ্য স্টিরিওটাইপ’- ইতিমধ্যেই ভিডিওটি দেখা হয়েছে ১ লাখ ১৮ হাজার বার এবং তাতে লাইক করেছেন ৭.৮ হাজার।

 

আর ও  পড়ুন    পৃথিবীর আদিম উপজাতিদের জীবনযাত্রা কেমন!

 

মহাভারতের টাইটেল সং বেজে ওঠার সময় নিজের মুখে শঙ্খের আওয়াজ করে তাকে আরও প্রাণবন্ত করে তোলেন ওই মুসলিম ব্যক্তি। তিনি যখন ওই টাইটেল সংটি গাইছিলেন তখন তার চারপাশে দাঁড়িয়ে থেকে উপভোগ করছিলেন।

 

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ওই ব্যক্তিকে। একজন মুসলিম হয়ে হিন্দু মহাকাব্যের ওপর নির্মিত মহাভারতের গান গাওয়া-এটাই ভারতের আসল সম্প্রীতির ছবি বলে উল্লেখ করেছেন কেউ কেউ।

 

কেউ লিখেছেন ‘এটা সত্যিই সুপার্ব’। কেউ বলেছেন ‘শুদ্ধ উচ্চারণ, সুরেলা কন্ঠস্বর-সবমিলিয়ে অসাধারণ, বিশেষ করে তার পরণের পোশাকে এই গান বেশ মানিয়েছে।’

 

উল্লেখ্য,রবিবার সকাল হলেই অধীর আগ্রহে অপেক্ষা করতো কখন শুরু হবে হিন্দু মহাকাব্যের ভিত্তি করে নির্মিত এই ধারাবাহিক। ঘড়ির কাঁটা দশটা বাজতেই ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল দুরদর্শনের পর্দায় বেজে উঠতো মহাভারতের ‘টাইটেল সং’ মহাভারত কথা…। পরিচালক বি.আর.চোপরার ওই ধারাবাহিকটিতে টাইটেল সং’টি গেয়েছিলেন গায়ক মহেন্দ্র কাপুর।

 

কিন্তু একবিংশ শতাব্দীতে এসেও সমান জনপ্রিয় ওই গানটি। এখনও অনেকের গলাতেও গুন গুন স্বরে শোনা যায় ধারাবাহিকের ওই ‘টাইটেল সং’। এমনকি অনেককে মোবাইলের কলার টিউন হিসাবে এই ‘টাইটেল সং’-কে ব্যবহার করতে দেখা গেছে অনেককে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top