দশম ও ITI পাশ করা ছাত্র- ছাত্রীদের জন্য রেলের তরফ থেকে চাকরির আকর্ষণীয় সুযোগ। এমনটাই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল। অ্যাপ্রেন্টিসের মোট শূন্যপদের সংখ্যা ৪৩২। দক্ষিণ-পূর্ব মধ্য রেল-এর বিলাসপুর ডিভিশনে নিয়োগ করা হবে। বিভিন্ন পদে সেখানে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে স্টোনোগ্রাফার, ফিটার, ইলেকট্রিশিয়ান, পেইন্টার, টেকনিশিয়ান-সহ আরও অনেক পদ।
মেধার ভিত্তিতে
তাদের বেছে নেওয়া হবে মেধার ভিত্তিতে। মানে দশম এবং আইটিআই-তে পাওয়া নম্বরের বিচার করে তাদের বাছাই পর্ব সম্পন্ন হবে। আর অ্যাপ্রেন্টিসশিপের জন্য তাঁদের সঙ্গে এক বছরের চুক্তি করা হবে। সেখানে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। আর সে সময় তাঁরা নিয়মিত স্টাইপেন্ডও পাবেন।।
আর ও পড়ুন অজানা রোগের প্রকোপে নষ্ট বিঘার পর বিঘা ধান, মাথায় হাত চাষিদের
কোন বয়সের প্রার্থী সেখানে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন?
দক্ষিণ-পূর্ব মধ্য রেল-এর ওই পদে আবেদনের জন্য তাঁদের বয়স হতে হবে ১৫ বছর থেকে ২৪ বছর। তবে একটা ভাল খবর আছে। তাদের কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না।
রেল জানিয়েছে সেখানে ভর্তি-র জন্য আবেদন করার প্রক্রিয়া ১১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। রেলে শিক্ষানিবিশির জন্য আগ্রহীরা apprenticeshipindia.org ওয়েবসাইট দেখতে পারেন। সেখানে ঢুকে আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ ১০ অক্টোবর। রেলের অ্যাপ্রেন্টিসে ভর্তির জন্য ২০২১ সালে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে (secr.indianrailways.gov.in) বিভিন্ন ক্ষেত্রে মোট ৪৩২ জনকে নেবে। তাঁদের যোগ্যতা দশম পাশ হলেই হবে। এর পাশাপাশি আইটিআই থেকে পাশ করাও হতে হবে।
উল্লেখ্য, দশম ও ITI পাশ করা ছাত্র- ছাত্রীদের জন্য রেলের তরফ থেকে চাকরির আকর্ষণীয় সুযোগ। এমনটাই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল। অ্যাপ্রেন্টিসের মোট শূন্যপদের সংখ্যা ৪৩২। দক্ষিণ-পূর্ব মধ্য রেল-এর বিলাসপুর ডিভিশনে নিয়োগ করা হবে। বিভিন্ন পদে সেখানে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে স্টোনোগ্রাফার, ফিটার, ইলেকট্রিশিয়ান, পেইন্টার, টেকনিশিয়ান-সহ আরও অনেক পদ। বেছে নেওয়া হবে মেধার ভিত্তিতে। মানে দশম এবং আইটিআই-তে পাওয়া নম্বরের বিচার করে তাদের বাছাই পর্ব সম্পন্ন হবে। আর অ্যাপ্রেন্টিসশিপের জন্য তাঁদের সঙ্গে এক বছরের চুক্তি করা হবে। সেখানে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। আর সে সময় তাঁরা নিয়মিত স্টাইপেন্ডও পাবেন।
দক্ষিণ-পূর্ব মধ্য রেল-এর ওই পদে আবেদনের জন্য তাঁদের বয়স হতে হবে ১৫ বছর থেকে ২৪ বছর। তবে একটা ভাল খবর আছে। তাদের কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। রেল জানিয়েছে সেখানে ভর্তি-র জন্য আবেদন করার প্রক্রিয়া ১১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। রেলে শিক্ষানিবিশির জন্য আগ্রহীরা apprenticeshipindia.org ওয়েবসাইট দেখতে পারেন। সেখানে ঢুকে আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ ১০ অক্টোবর। রেলের অ্যাপ্রেন্টিসে ভর্তির জন্য ২০২১ সালে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে (secr.indianrailways.gov.in) বিভিন্ন ক্ষেত্রে মোট ৪৩২ জনকে নেবে। তাঁদের যোগ্যতা দশম পাশ হলেই হবে। এর পাশাপাশি আইটিআই থেকে পাশ করাও হতে হবে।