মৃত মানুষকে জীবিত করার চেষ্টা কান্দি মহকুমা হাসপাতালে। সাপের কামড়ে মৃত্যু পরেও ওঝা কেরামতি জিবিত করার চেষ্টা হল কান্দি মহকুমা হাসপাতালে মর্গে।মৃত গৃহবধূর নাম কুসুম ঘোষ( 21) বাড়ি ভরতপুর থানার হামিদপুর গ্রাম। রবিবার রাতে সাপের কামড়ে মৃত্যু হয় গৃহবধূর । সোমবার কান্দি মহকুমা হাসপাতালে মর্গে ময়না তদন্ত করার আগে দুটো ওঝা এসেছিল ঝাড় পোজ করতে। জিবিত করার চেষ্টা করলেও ব্যার্থ হয় ওঝা। কয়েক দিন আগে সিঙ্গুরে এই ঘটনা ঘটেছিল আজ তারই পুনরাবৃত্তি কান্দি মহকুমা হাসপাতালে। ঘটনাস্থলে পুলিশ আসতেই হাসপাতাল থেকে চম্পট দেয় ওঝা।