ফের সাংসদ সৌগত রায় ও বিধায়ক মদন মিত্রের দ্বন্দ্ব প্রকাশ্যে

ফের সাংসদ সৌগত রায় ও বিধায়ক মদন মিত্রের দ্বন্দ্ব প্রকাশ্যে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
দ্বন্দ্ব

ফের সাংসদ সৌগত রায় ও বিধায়ক মদন মিত্রের দ্বন্দ্ব প্রকাশ্যে। ফের বিস্ফোরক মদন মিত্র। আবার আক্রমণ সাংসদ সৌগত রায় কে। রবিবার সন্ধ্যায় কামারহাটি তে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে এসে সৌগত রায় বলেন আমি গুণ্ডা মস্তানদের নিয়ে ঘুরি না। আমার গাড়িতে এদের জায়গা হয় না। কামারহাটির মানুষ পছন্দ করে না এই গুণ্ডা মস্তানদের।

 

যারা এদের নিয়ে রাজনীতি করছে কামারহাটি মানুষ তাদের মেনে নেবে না।এই প্রসঙ্গে মদন মিত্র কে জিজ্ঞাসা করলে তিনি বলেন কামারহাটির মহামিছিলে সৌগত রায়ের জিপে গুড্ডু ছিলো। সৌগত রায়ের চশমার পাওয়ার বদলানো উচিত। আমার চোখে চশমা থাকলেও পাওয়ার নেই। তাই সৌগত দা কে কিচ্ছু খচ্চর ভুল খবর দিচ্ছে। পুলিশ সহ সবাই জানে গুড্ডু কি।

 

এই বিষয়ে বিজেপির প্রতিক্রিয়া বিধায়ক মদন মিত্র কখনো গুন্ডা নিয়ে চলেন আবার সেই গুন্ডাকে সঙ্গে করে নিয়ে চলেন সাংসদ সৌগত রায়।  এই সমস্ত জিনিসটাই হলো লোক দেখানো, গুন্ডাদের সঙ্গে করে নিয়ে চলাটাই এখন তৃণমূল কংগ্রেসের নেতাদের কাজ।

 

আর ও  পড়ুন  তৃণমূলের বিক্ষুব্ধ প্রার্থীদের নির্বাচনের পর পালিশ করার কথা বললেন কল্যাণ

 

উল্লেখ্য, ফের সাংসদ সৌগত রায় ও বিধায়ক মদন মিত্রের দ্বন্দ্ব প্রকাশ্যে। ফের বিস্ফোরক মদন মিত্র। আবার আক্রমণ সাংসদ সৌগত রায় কে। রবিবার সন্ধ্যায় কামারহাটি তে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে এসে সৌগত রায় বলেন আমি গুণ্ডা মস্তানদের নিয়ে ঘুরি না। আমার গাড়িতে এদের জায়গা হয় না। কামারহাটির মানুষ পছন্দ করে না এই গুণ্ডা মস্তানদের।

 

যারা এদের নিয়ে রাজনীতি করছে কামারহাটি মানুষ তাদের মেনে নেবে না।এই প্রসঙ্গে মদন মিত্র কে জিজ্ঞাসা করলে তিনি বলেন কামারহাটির মহামিছিলে সৌগত রায়ের জিপে গুড্ডু ছিলো। সৌগত রায়ের চশমার পাওয়ার বদলানো উচিত। আমার চোখে চশমা থাকলেও পাওয়ার নেই। তাই সৌগত দা কে কিচ্ছু খচ্চর ভুল খবর দিচ্ছে। পুলিশ সহ সবাই জানে গুড্ডু কি।

 

এই বিষয়ে বিজেপির প্রতিক্রিয়া বিধায়ক মদন মিত্র কখনো গুন্ডা নিয়ে চলেন আবার সেই গুন্ডাকে সঙ্গে করে নিয়ে চলেন সাংসদ সৌগত রায়।  এই সমস্ত জিনিসটাই হলো লোক দেখানো, গুন্ডাদের সঙ্গে করে নিয়ে চলাটাই এখন তৃণমূল কংগ্রেসের নেতাদের কাজ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top