ইউক্রেনে আটকে রয়েছেন জয়নগরের বিলকিস পারভিন। ডাক্তারি পড়তে গিয়ে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতির মধ্যে আটকে রয়েছেন জয়নগরের বিলকিস পারভিন। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর মজিলপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের জয়চণ্ডী তলার বাসিন্দা ,মাদ্রাসা শিক্ষক আনসার উদ্দিন মল্লিকের মেয়ে বিলকিস পারভিন ইউক্রেনের কিউভ এ ডাক্তারি পড়তে গিয়েছেন ।
কোভিড পরিস্থিতির মধ্যে ২০২১ এর সেপ্টেম্বরে বাড়িতে আসেন এবং অন লাইনে তার ক্লাস চালিয়ে যাচ্ছিলেন।এবছর বিলকিস এর চতুর্থ বর্ষ চলছে। ১৪ ই ফেব্রুয়ারি পুনরায় ইউক্রেনের কিউভ এ পৌঁছান বিলকিস। তার পরই যুদ্ধ শুরু হতেই দুশ্চিন্তায় পড়ে বিলকিস ও তার পরিবার।
টেলিভিশনে যুদ্ধের খবর দেখার পর থেকেই ক্রমাগত মেয়ের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছেন বাবা আনসার উদ্দিন ।মেয়ের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন মা সাবিনা মল্লিক।
আর ও পড়ুন পুরভোটের আগে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
ভিডিও কল করে বিলকিস পারভিন জানান,দক্ষিণ ২৪ পরগনা থেকে তারা চারজন ছাত্র ছাত্রী ওখানে আছেন, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কাছে তিনি অনুরোধ করেন, তাদের বাড়ি ফেরার ব্যাপারে যেন সরকার বিশেষ উদ্যোগ নেয়।দুশ্চিন্তায় প্রহর গুনছে বিলকিসের বাবা মা,তাদের মেয়ে ভালোভাবে বাড়ি ফিরে আসুক সেই আশায় দিন গুনছেন তারা।
উল্লেখ্য,ইউক্রেনে আটকে রয়েছেন জয়নগরের বিলকিস পারভিন। ডাক্তারি পড়তে গিয়ে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতির মধ্যে আটকে রয়েছেন জয়নগরের বিলকিস পারভিন। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর মজিলপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের জয়চণ্ডী তলার বাসিন্দা ,মাদ্রাসা শিক্ষক আনসার উদ্দিন মল্লিকের মেয়ে বিলকিস পারভিন ইউক্রেনের কিউভ এ ডাক্তারি পড়তে গিয়েছেন ।
কোভিড পরিস্থিতির মধ্যে ২০২১ এর সেপ্টেম্বরে বাড়িতে আসেন এবং অন লাইনে তার ক্লাস চালিয়ে যাচ্ছিলেন।এবছর বিলকিস এর চতুর্থ বর্ষ চলছে। ১৪ ই ফেব্রুয়ারি পুনরায় ইউক্রেনের কিউভ এ পৌঁছান বিলকিস। তার পরই যুদ্ধ শুরু হতেই দুশ্চিন্তায় পড়ে বিলকিস ও তার পরিবার।টেলিভিশনে যুদ্ধের খবর দেখার পর থেকেই ক্রমাগত মেয়ের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছেন বাবা আনসার উদ্দিন ।মেয়ের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন মা সাবিনা মল্লিক।