অনলাইন পরীক্ষার দাবীতে বেসরকারি ইউনিভার্সিটির সামনে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ। অনলাইন পরীক্ষা নিতে হবে সেই দাবীতে বেসরকারি ইউনিভার্সিটির (UEM, ইউনিভার্সিটি ওফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট) সামনে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ।
ছাত্র ছাত্রীদের দাবী…….. কলকাতার সব কটি কলেজ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্ডারের পর তাদের পরীক্ষা সমস্ত কিছু অনলাইনে করে দিয়েছে কিন্তু আমাদের কলেজ মে মাসের এই গরমের মধ্যে অফলাইনে ক্লাস করতে আসতে হবে। প্রচুর স্টুডেন্টদের ক্লাস হচ্ছে দুপুর 12 টা থেকে সাড়ে বারোটা ।যখন গরম অত্যাধিক থাকে। সেই সময়ে সে কিভাবে পরীক্ষা দেবো ।সেই কারণে একটা ডিমান্ড করেছি অন্য সব কলেজে যেমন তাদের এক্সাম অনলাইন করে দিয়েছে আমাদের কলেজে অনলাইনে এক্সাম নিক।
বিক্ষোভ দেখানোর সময় কলেজের সামনে আসে টেকনো সিটি থানার পুলিশ ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে এরপরে বাইরে বেরিয়ে আসেন কলেজের রেজিস্টার তাদের সাথে কথা বলে ছাত্র ছাত্রীদের কলেজের ভিতরে নিয়ে যান এবং সেখানে তাদের দাবি-দাওয়া সোনা হয়।
আর ও পড়ুন একটি বাড়িতে তল্লাশি চালিয়ে সামুদ্রিক জীব (কোরাল )উদ্ধার
উল্লেখ্য, অনলাইন পরীক্ষা নিতে হবে সেই দাবীতে বেসরকারি ইউনিভার্সিটির (UEM, ইউনিভার্সিটি ওফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট) সামনে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ। ছাত্র ছাত্রীদের দাবী…….. কলকাতার সব কটি কলেজ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্ডারের পর তাদের পরীক্ষা সমস্ত কিছু অনলাইনে করে দিয়েছে কিন্তু আমাদের কলেজ মে মাসের এই গরমের মধ্যে অফলাইনে ক্লাস করতে আসতে হবে। প্রচুর স্টুডেন্টদের ক্লাস হচ্ছে দুপুর 12 টা থেকে সাড়ে বারোটা ।যখন গরম অত্যাধিক থাকে।
সেই সময়ে সে কিভাবে পরীক্ষা দেবো ।সেই কারণে একটা ডিমান্ড করেছি অন্য সব কলেজে যেমন তাদের এক্সাম অনলাইন করে দিয়েছে আমাদের কলেজে অনলাইনে এক্সাম নিক। বিক্ষোভ দেখানোর সময় কলেজের সামনে আসে টেকনো সিটি থানার পুলিশ ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে এরপরে বাইরে বেরিয়ে আসেন কলেজের রেজিস্টার তাদের সাথে কথা বলে ছাত্র ছাত্রীদের কলেজের ভিতরে নিয়ে যান এবং সেখানে তাদের দাবি-দাওয়া সোনা হয়।