দলের অনুমতি ছাড়া নেতৃত্বদের ছবি ও দলের পতিক ব্যবহার করে জেলা সভাপতিকে কুৎসা কর হচ্ছে বলে দলিও নের্তৃত্বর কাছে অভিযোগ জানালেন INTTUC র বনগাঁ সাংগঠনিক জেলার পদাধিকারা।
সোমবার জেলা কর্যলয়ে সাংবাদিক সম্মেলনে করে জানালেন INTTUC -র বনগাঁ ব্লকের সভাপতি অমিত বসু। এদিন তিনি বলেন, গতকাল যারা বনগাঁ বাটার মোড়ে আই এন টি টি ইউ সি শ্রমিক সংগঠনের নাম করে দলিও নের্তৃত্বের ছবি ব্যবহার করে মে দিবস পালন করা হয়েছে। কে বা কারা করছে আমরা জানি না। তারা INTTUC এর কেউ না। বিষটি আমারা দলের উর্ধতন কতৃপক্ষ কে জানিয়েছি। দল যদি ব্যবস্থা না নেয় আগামী দিনে আমরা পথে নামবো।
এবিষয়ে জেলা সভাপতি বিক্ষুব্ধ গোষ্ঠী শ্রমিক সংগঠনের নেতা রঞ্জন সেন বলেন, আমারা বামেদের আমল থেকে তৃণমূলের শ্রমিক সংগঠন করে আসছি। এখন কে কি বললে তাতে আমারা জানিনা। মে দিবস নিয়ে কেউ আমাদের আমন্ত্রণ জানায়নি। আমার যে অনুষ্ঠানে করেছি তা দলের উর্ধতন কতৃপক্ষের জানে।
এবিষয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল, একটা তৃণমূলের গোষ্ঠী দণ্ডল। ভাগবটয়ারা নয়ে বিবাদ ।
আর ও পড়ুন একটি বাড়িতে তল্লাশি চালিয়ে সামুদ্রিক জীব (কোরাল )উদ্ধার
উল্লেখ্য, দলের অনুমতি ছাড়া নেতৃত্বদের ছবি ও দলের পতিক ব্যবহার করে জেলা সভাপতিকে কুৎসা কর হচ্ছে বলে দলিও নের্তৃত্বর কাছে অভিযোগ জানালেন INTTUC র বনগাঁ সাংগঠনিক জেলার পদাধিকারা। সোমবার জেলা কর্যলয়ে সাংবাদিক সম্মেলনে করে জানালেন INTTUC -র বনগাঁ ব্লকের সভাপতি অমিত বসু। এদিন তিনি বলেন, গতকাল যারা বনগাঁ বাটার মোড়ে আই এন টি টি ইউ সি শ্রমিক সংগঠনের নাম করে দলিও নের্তৃত্বের ছবি ব্যবহার করে মে দিবস পালন করা হয়েছে। কে বা কারা করছে আমরা জানি না। তারা INTTUC এর কেউ না। বিষটি আমারা দলের উর্ধতন কতৃপক্ষ কে জানিয়েছি। দল যদি ব্যবস্থা না নেয় আগামী দিনে আমরা পথে নামবো।