বৃষ্টির ভ্রুকুটি সত্বেও নামাজ শেষ হলো সুষ্ঠভাবে। সকাল থেকে বৃষ্টি বাধ সেধেছিল ঈদের নামাজে।বেলা গড়াতেই আকাশ পরিষ্কার হল।নামাজ পাঠ হল সুষ্ঠ ভাবে। হুগলি জেলা মুসলিম বেড়িয়াল বোর্ডের পরিচালনায় ঈদের নামাজ পাঠ হল চুঁচুড়ার কারবালার ঈদগাহ ময়দানে।নামাজ পাঠ করান আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মওলানা মুফতি মাহমুদুর রহমান সাহেব।
উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় সহ পুর প্রতিনিধিরা।মওলানা মুফতি বলেন,একমাস কঠিন উপবাস বা রোজা রাখার পর আজ পবিত্র ঈদ উল ফিতরের নামাজের মধ্যে দিয়ে শেষ হয় রমজান মাস।জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ এইদিনে মিলন উৎসব পালিত হয়।পুর প্রধান অমিত রায় বলেন,প্রতিবছরই ঈদগাহে পবিত্র ঈদের নামাজ পাঠ হয়।
গত দুবছর করোনা অতিমারির কারনে তা করা যায়নি।এবার সকলে মিলিত হয়ে ঈদের উৎসব পালন করা হচ্ছে।পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে প্রত্যেকের জন্য চা কফি সরবত জলের ব্যবস্থা করা হয়।পুরসভা থেকে স্বাস্থ্য শিবির করা হয়।
উল্লেখ্য, বৃষ্টির ভ্রুকুটি সত্বেও নামাজ শেষ হলো সুষ্ঠভাবে। সকাল থেকে বৃষ্টি বাধ সেধেছিল ঈদের নামাজে।বেলা গড়াতেই আকাশ পরিষ্কার হল।নামাজ পাঠ হল সুষ্ঠ ভাবে। হুগলি জেলা মুসলিম বেড়িয়াল বোর্ডের পরিচালনায় ঈদের নামাজ পাঠ হল চুঁচুড়ার কারবালার ঈদগাহ ময়দানে।নামাজ পাঠ করান আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মওলানা মুফতি মাহমুদুর রহমান সাহেব।
আর ও পড়ুন কম্পিউটর সায়েন্সে পড়াশোনা করা ছেলে কুপিয়ে খুন করলো ছাত্রীকে
উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় সহ পুর প্রতিনিধিরা।মওলানা মুফতি বলেন,একমাস কঠিন উপবাস বা রোজা রাখার পর আজ পবিত্র ঈদ উল ফিতরের নামাজের মধ্যে দিয়ে শেষ হয় রমজান মাস।জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ এইদিনে মিলন উৎসব পালিত হয়।পুর প্রধান অমিত রায় বলেন,প্রতিবছরই ঈদগাহে পবিত্র ঈদের নামাজ পাঠ হয়।
গত দুবছর করোনা অতিমারির কারনে তা করা যায়নি।এবার সকলে মিলিত হয়ে ঈদের উৎসব পালন করা হচ্ছে।পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে প্রত্যেকের জন্য চা কফি সরবত জলের ব্যবস্থা করা হয়।পুরসভা থেকে স্বাস্থ্য শিবির করা হয়।