পলিটেকনিকের ভোকলেট পরীক্ষায় ওবিসি এ বিভাগে রাজ্যের প্রথম অভিষেক শ্যামল কে সংবর্ধনা ঝাড়গ্রামের পৌর প্রধানের। পলিটেকনিকের ভোকলেট পরীক্ষায় রাজ্যের ওবিসিএ বিভাগে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে ঝাড়গ্রাম এর অভিষেক শ্যামল এবং সাধারন বিভাগের 38 নম্বর রেঙ্ক করেছে। রবিবার সন্ধ্যায় অভিষেক শ্যামল ও তার দাদা অনিমেষ শ্যামল কে সংবর্ধনা জানায় ঝাড়গ্রাম পৌরসভার পৌরপ্রধান কবিতা ঘোষ ও 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম মাহাতো।
অনিমেষ ও অভিষেক সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেছে। জমজ দুই ভাইকে ভালোভাবে পড়াশোনা করার জন্য ঝাড়গ্রাম এর পৌর প্রধান কবিতা ঘোষ আশীর্বাদ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন ।তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম মাহাতো বলেন দরিদ্র পরিবারের দুই ভাইকে পড়াশোনার জন্য আগামী দিনে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ।
যাতে তারা আগামী দিনে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ঝাড়গ্রাম এর সুনাম অক্ষুন্ন রাখতে পারে। জমজ ওই দুই ভাই প্রথম থেকে পড়াশোনায় খুব ভালো। তাই পরিবারের অভাব থাকা সত্ত্বেও তাদের পড়াশোনার কোনো ত্রুটি রাখতে চাননি তাদের বাবা দীপক কুমার শ্যামল। তিনি বলেন কষ্ট করে হলেও ছেলেদের তিনি পড়াবেন। ছেলেরা মানুষ হলে আগামী দিনে সংসারের অভাব মিটে যাবে। সেই জন্য তিনি বলেন ওদের পড়াশুনার ইচ্ছা রয়েছে ।আর্থিক অনটন থাকা সত্ত্বেও ওরা পড়াশোনার কাজ চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন – রসায়ন গবেষণায় সাফল্য দাঁতনের মিলন প্রামাণিকের!
উল্লেখ্য, পলিটেকনিকের ভোকলেট পরীক্ষায় রাজ্যের ওবিসিএ বিভাগে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে ঝাড়গ্রাম এর অভিষেক শ্যামল এবং সাধারন বিভাগের 38 নম্বর রেঙ্ক করেছে। রবিবার সন্ধ্যায় অভিষেক শ্যামল ও তার দাদা অনিমেষ শ্যামল কে সংবর্ধনা জানায় ঝাড়গ্রাম পৌরসভার পৌরপ্রধান কবিতা ঘোষ ও 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম মাহাতো। অনিমেষ ও অভিষেক সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেছে।
জমজ দুই ভাইকে ভালোভাবে পড়াশোনা করার জন্য ঝাড়গ্রাম এর পৌর প্রধান কবিতা ঘোষ আশীর্বাদ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন ।তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম মাহাতো বলেন দরিদ্র পরিবারের দুই ভাইকে পড়াশোনার জন্য আগামী দিনে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ।