হনুমানের কামড়ে শিশু মহিলা পুরুষ সহ জখম বহু হাসপাতালে ভর্তি ২০,

হনুমানের কামড়ে শিশু মহিলা পুরুষ সহ জখম বহু হাসপাতালে ভর্তি ২০,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

হনুমানের কামড়ে শিশু মহিলা পুরুষ সহ জখম বহু হাসপাতালে ভর্তি ২০, বসিরহাটের স্বরূপনগর ব্লকের বিথারী হাকিম পুর গ্রাম পঞ্চায়েতে হাকিমপুর সীমান্তে ঘটনা। পূর্ণ বয়স্ক হনুমান তার শাবক এলাকার জনৈক ব্যক্তির বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় ।তারপর থেকে মৃত সাবকের এর কথা চিন্তা করে তাণ্ডব শুরু করে। বিথারী এলাকায় শিশু মহিলা পুরুষ যেখানে যাচ্ছে, কাউর হাতে আবার কারও মুখে কামড় আবার কাউর পায়ে কামড়ে রক্তাক্ত করে দিচ্ছে ইতিমধ্যে শিশু মহিলা সহ মোট কুড়িজন সারাফুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এই ঘটনায় রীতিমতো আতঙ্ক দেখা দিয়েছে। যে যার মত ঘরের জানলা দরজা বন্ধ করে নিজেকে সুরক্ষিত করার জন্য ঘর থেকে বেরোচ্ছে না। এমনকি নিজেদের ছেলেমেয়েদের বাইরে পড়াশোনার জন্য পাঠাতে পারছে না। তাণ্ডবে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বীর হনুমান। বনদপ্তর কে খবর দেওয়া হয়েছে ঘটনাস্থলে খাঁচা ও জাল নিয়ে ঘটনাস্থলে বসিরহাটে বনদপ্তর এর বনকর্মীরা জাল ও খাঁচা নিয়ে যাচ্ছেন ।ইতিমধ্যে স্বরূপনগর সারাফুল গ্রামীণ হাসপাতাল জখমদের চিকিৎসা শুরু হয়েছে। তাদেরকে ভ্যাকসিন দেয়ার কাজ শুরু করেছে চিকিৎসকরা। ভরদুপুরে হনুমানের তাণ্ডবে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে সীমান্তের বিস্তীর্ণ এলাকার মানুষ।

আরও পড়ুন – উচ্চমাধ্যমিকে ভালো ফল করলেও, দুই মেধাবী ছাত্রীর দুশ্চিন্তায় দিনমজুর বাবা

উল্লেখ্য, হনুমানের কামড়ে শিশু মহিলা পুরুষ সহ জখম বহু হাসপাতালে ভর্তি ২০, বসিরহাটের স্বরূপনগর ব্লকের বিথারী হাকিম পুর গ্রাম পঞ্চায়েতে হাকিমপুর সীমান্তে ঘটনা। পূর্ণ বয়স্ক হনুমান তার শাবক এলাকার জনৈক ব্যক্তির বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় ।তারপর থেকে মৃত সাবকের এর কথা চিন্তা করে তাণ্ডব শুরু করে। বিথারী এলাকায় শিশু মহিলা পুরুষ যেখানে যাচ্ছে, কাউর হাতে আবার কারও মুখে কামড় আবার কাউর পায়ে কামড়ে রক্তাক্ত করে দিচ্ছে ইতিমধ্যে শিশু মহিলা সহ মোট কুড়িজন সারাফুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top