শিলিগুড়িতে সমকামীদের পদ যাত্রা। প্রত্যেক বছর বিভিন্ন জায়গার পাশাপাশি শহর শিলিগুড়িতেও সমকামীদের পক্ষ থেকে একটি পদ যাত্রার আয়জন করা হয়ে থেকে। সেই মত রবিবার এই মিছিল মহাত্মা গান্ধী চক থেকে শুরু করে হিলকার্ড রোড ধরে গুরুনানক চক হয়ে হাসমি চক হয়ে হাসহাতালের পেছনের রাস্তা ধরে বাঘাযতীন ময়দানের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত অনেকেই জানান, তাদের দাবি সমাজে যে ভাবে একটি মেয়ে ও ছেলের সম্পর্ককে মর্যাদা দেওয়া হয় ঠিক তেমনি যেনো সমকামীদের সম্পর্কেও মর্যাদা দেওয়া হোক, শুধু সামাজিক ভাবেই নয় তাদের সম্পর্ককে যেনো সব প্রকারে মর্যাদা দেওয়া হয়। এদিন সমকামীদের মিছিলে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে সমকামী পন্থীরা এই মিছিলে সামিল হয়।
আরও পড়ুন – খুঁটি পূজার মধ্য দিয়ে 2022 এর দুর্গাপূজার শুভ সূচনা করলেন দেশপ্রিয় পার্ক
উল্লেখ্য, প্রত্যেক বছর বিভিন্ন জায়গার পাশাপাশি শহর শিলিগুড়িতেও সমকামীদের পক্ষ থেকে একটি পদ যাত্রার আয়জন করা হয়ে থেকে। সেই মত রবিবার এই মিছিল মহাত্মা গান্ধী চক থেকে শুরু করে হিলকার্ড রোড ধরে গুরুনানক চক হয়ে হাসমি চক হয়ে হাসহাতালের পেছনের রাস্তা ধরে বাঘাযতীন ময়দানের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত অনেকেই জানান, তাদের দাবি সমাজে যে ভাবে একটি মেয়ে ও ছেলের সম্পর্ককে মর্যাদা দেওয়া হয় ঠিক তেমনি যেনো সমকামীদের সম্পর্কেও মর্যাদা দেওয়া হোক, শুধু সামাজিক ভাবেই নয় তাদের সম্পর্ককে যেনো সব প্রকারে মর্যাদা দেওয়া হয়। এদিন সমকামীদের মিছিলে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে সমকামী পন্থীরা এই মিছিলে সামিল হয়। শিলিগুড়িতে