নম্বর বিহীন দুই চাকার গাড়ি করে মাদক পাচার, ধৃত ২

নম্বর বিহীন দুই চাকার গাড়ি করে মাদক পাচার, ধৃত ২

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নম্বর বিহীন দুই চাকার গাড়ি করে মাদক পাচার, ধৃত ২। নম্বর বিহীন দুই চাকার গাড়ি করে মাদক পাচারের আগে শিলিগুড়ি থানা সাদা পোশাকের হাতে ধৃত ২, নেশা মুক্ত শহর করতে তৎপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ লাগাতার অভিযানও ধরপাকড় চলচ্ছে শহর জুড়ে তারই মধ্যে নম্বর বিহীন বাইক করে কার্শির কাপ সিরাপ নিয়ে যাওয়ার পথে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের হাতে আটক ২ অভিযুক্ত।

 

পুলিশ সূত্রে খবর শিলিগুড়ি শহরের জলপাই মোড় এলাকায় সন্দেহ হয় নম্বরবিহীন গাড়িটিকে থামিয়ে তল্লাসী চালালে উদ্ধার হয় প্রায় ৫০ বোতল কাপ সিরাপ। পুলিশের প্রাথমিক অনুমান কাফ সিরাপ ভর্তি বোতলগুলো হাতবদলের ছক ছিলো ২ ধৃতের। বিপুল পরিমাণ কাপ সিরাপ গুলো কোথায় থেকে নিয়ে আসা হচ্ছিলো সাথে কোথায় নিয়ে যাওয়ার ছক ছিলো অনুসন্ধানে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ পাশাপাশি নম্বর বিহীন বাইকটি কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে বললে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন – কর্মী সমর্থকদের নিয়ে হাবড়ার রাউতারায় পাড়ায় বৈঠক সুকান্ত মজুমদারের

উল্লেখ্য, নম্বর বিহীন দুই চাকার গাড়ি করে মাদক পাচারের আগে শিলিগুড়ি থানা সাদা পোশাকের হাতে ধৃত ২, নেশা মুক্ত শহর করতে তৎপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ লাগাতার অভিযানও ধরপাকড় চলচ্ছে শহর জুড়ে তারই মধ্যে নম্বর বিহীন বাইক করে কার্শির কাপ সিরাপ নিয়ে যাওয়ার পথে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের হাতে আটক ২ অভিযুক্ত।

 

পুলিশ সূত্রে খবর শিলিগুড়ি শহরের জলপাই মোড় এলাকায় সন্দেহ হয় নম্বরবিহীন গাড়িটিকে থামিয়ে তল্লাসী চালালে উদ্ধার হয় প্রায় ৫০ বোতল কাপ সিরাপ। পুলিশের প্রাথমিক অনুমান কাফ সিরাপ ভর্তি বোতলগুলো হাতবদলের ছক ছিলো ২ ধৃতের। বিপুল পরিমাণ কাপ সিরাপ গুলো কোথায় থেকে নিয়ে আসা হচ্ছিলো সাথে কোথায় নিয়ে যাওয়ার ছক ছিলো অনুসন্ধানে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ পাশাপাশি নম্বর বিহীন বাইকটি কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে বললে পুলিশ সূত্রে খবর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top