নারণপুর থানার পুলিশের জালে আন্তঃরাজ্য বাইক চুরি চক্রের 2জন দুষ্কৃতী আন্তঃরাজ্য বাইক চুরি চক্রের 2 দুষ্কৃতীকে গ্রেফতার করল নারণপুর থানার পুলিশ ৷সেইসঙ্গে উদ্ধার করা হয়েছে একটি বাইক, পুলিশ সূত্রে খবর গতকাল নারায়ণপুর থানার অন্তর্গত দোননগরে একটি পুরনো বাইক বিক্রি করতে আসে দুই যুবক গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দিয়ে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে এই বাইকটি চুরি যাওয়া বাইক ,
শেখ আবদুল অলি ও আলমগীর দুজন মধ্যমগ্রাম থানা অঞ্চলের বাসিন্দা,বিভিন্ন এলাকা থেকে একের পর এক বাইক চুরির ঘটনা ঘটছিল ৷ বাইক চুরির ওই চক্রকে ধরতে রীতিমত বেগ পেতে হচ্ছিল পুলিশ প্রশাসনকে ৷ ধৃতদের জেরা করে চক্রের বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন – বালি মাফিয়াদের বালি তোলাকে কেন্দ্র করে বচসা
উল্লেখ্য, নারণপুর থানার পুলিশের জালে আন্তঃরাজ্য বাইক চুরি চক্রের 2জন দুষ্কৃতী আন্তঃরাজ্য বাইক চুরি চক্রের 2 দুষ্কৃতীকে গ্রেফতার করল নারণপুর থানার পুলিশ ৷ সেইসঙ্গে উদ্ধার করা হয়েছে একটি বাইক, পুলিশ সূত্রে খবর গতকাল নারায়ণপুর থানার অন্তর্গত দোননগরে একটি পুরনো বাইক বিক্রি করতে আসে দুই যুবক গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দিয়ে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে এই বাইকটি চুরি যাওয়া বাইক ,
শেখ আবদুল অলি ও আলমগীর দুজন মধ্যমগ্রাম থানা অঞ্চলের বাসিন্দা,বিভিন্ন এলাকা থেকে একের পর এক বাইক চুরির ঘটনা ঘটছিল ৷ বাইক চুরির ওই চক্রকে ধরতে রীতিমত বেগ পেতে হচ্ছিল পুলিশ প্রশাসনকে ৷ ধৃতদের জেরা করে চক্রের বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ।